সে আমার ছোট বোন নয়, প্রমাণ চাইছেন দাদা!
সম্পত্তি নিয়ে বিবাদে বোনকে ঘরবন্দি করার অভিযোগ দাদার বিরুদ্ধে
সল্টলেক: কথায় বলে বিষয়ের বিশ। তারই জ্বলন্ত উদাহরণ মিলল সল্টলেকের এক বিত্তশালী পরিবারের ভাই-বোনের সম্পত্তি নিয়ে বিবাদে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জের এমন পর্যায়ে পৌঁছেল যে বোনকে নিজের দাদার কাছে প্রমাণ দিতে হবে যে সে তাঁরই বোন! নাহলে ঠাঁই হবে না বাবা-মায়ের বাড়িতে। দাদার বিরুদ্ধে থানায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন সল্টলেক সি ব্লকের বাসিন্দা অর্চনা দেবী। তবে পুলিশ গিয়েও এই বিবাদের সমাধান করতে পারেনি। মেয়েকে নিয়ে এখন চরম অসহায়তার মধ্যে ভুগছেন মধ্যবয়সী ওই মহিলা।
জানা গিয়েছে, সল্টলেক সি ব্লকের ১৪৩ নম্বর বাড়ির গৃহকর্ত্রীর মৃত্য়ু হয় বছর দুয়েক আগে। তার পর থেকেই দুই ছেলে-মেয়ের বাড়ি নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকত। কিন্তু কিছুদিন ধরে সেই বিবাদ এমন জায়গায় পৌঁছয় যে, বোনের কাছে অদ্ভুত প্রমাণ চান দাদা। বলা হয়, অর্চণাকে প্রমাণ করতে হবে যে তিনি তাঁর নিজের বোন। তা নাহলে বোনকে বাড়িতে ঠাঁই না দেওয়া হবে না বলে হুমকি দেন দাদা। অর্চনা দেবীর আরও অভিযোগ, গত কয়েকদিন ধরে তাঁর উপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালাচ্ছেন দাদা। বাবা-মায়ের বাড়ি থেকে বারবার তাঁকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোনওভাবে তা করতে না পেরে এবার বোনকে ‘বহিরাগত’ বলছেন দাদা। অর্চনা দেবী জানান, মেয়েকে নিয়ে এখন কার্যত ঘরবন্দি হয়ে দিন কাটছে তাঁর। তিনতলা বাড়ির উপরতল থেকে আর তাঁদের নীচেই নামতে দিচ্ছেন না দাদা।
আরও পড়ুন: শীতলতম ফেব্রুয়ারিতে এল বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় হবে বর্ষণ?
সিঁড়ি আটকে রাখা হয়েছে। তাই বাড়ি থেকে বাইরে বেরনোর উপায় নেই। এই অবস্থায় তিনতলা বাড়ির উপর থেকে দড়িতে ব্যাগ বেঁধে খাবার, ওষুধপত্র কিনতে হচ্ছে তাঁদের। গত তিনদিন ধরে এই সমস্যার মুখোমুখি হওয়ার পর বুধবার বিধাননগর থানায় ফোন করে দাদার অভিযোগ করেন বোন। কিন্তু বাড়িতে পুলিশ এসেও সমস্যা মেটাতে পারেনি। এখন অসহায় ওই মহিলা আদালতে যাওয়ার কথা ভাবছেন। বোনের অভিযোগের প্রেক্ষিতে কোনও কথা বলতে চাননি দাদা।