শীতলতম ফেব্রুয়ারিতে এল বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায় হবে বর্ষণ?
বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি।
কলকাতা: আবহাওয়াবিদদের কথায় শীতলতম ফেব্রুয়ারি। তারই মধ্যে আবার এল বৃষ্টির সতর্কতা (Rain Forecast)। শনিবার রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের ১৮ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে খবর। তাতে কমবে উত্তরে হাওয়ার দাপট। কিছুটা বাড়তে পারে তাপমাত্রাও।
হস্পতিবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা থাকবে সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। তারপরই ফের নামবে পারদ। বৃষ্টির সঙ্গে সঙ্গে সপ্তাহান্তে তুষারপাত হতে পারে সিকিম এবং দার্জিলিংয়ে। রবি-সোমবার নাগাদ আরও একদফা নামবে পারদ। কলকাতায় থাকবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ ।
আরও পড়ুন: আগামী সপ্তাহে দু’দিনের জন্যে রাজ্যে শাহ, সভা করবেন ঠাকুরনগরে
বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। বৃষ্টি হয়নি।