AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: তাহেরপুরে নামতেই পারল না প্রধানমন্ত্রী মোদীর কপ্টার

PM Modi: বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শনিবার সকাল থেকেই অপেক্ষা করছিলেন বিজেপির বহু কর্মী-সমর্থক। উপস্থিত রয়েছে রাজ্য নেতৃত্ব। কিন্তু সেখানে নামতে পারল না কপ্টার।

Nadia: তাহেরপুরে নামতেই পারল না প্রধানমন্ত্রী মোদীর কপ্টার
Image Credit: TV9 Bangla
| Updated on: Dec 20, 2025 | 12:41 PM
Share

কলকাতা: কলকাতা থেকে রওনা হয়েও মাঝপথ থেকেই ফিরতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার জন্য নদিয়ার তাহেরপুরে যাচ্ছিলেন মোদী। কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যায় তাঁর কপ্টার। কিন্তু তাহেরপুরে নামা হল না তাঁর। প্রধানমন্ত্রী ফের দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন। দৃশ্যমানতা কম থাকার কারণে নামতে পারেনি হেলিকপ্টারটি।

এদিন সকালে এমআই ১৭ হেলিকপ্টারটি ১১টা ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে রানাঘাটের তাহেরপুরের হেলিপ্যাডের দিকে উড়ে যায়। সেখানেই অবতরণ করার কথা ছিল। নির্দিষ্ট সময়ে সেখানে সভাও শুরু হয়ে গিয়েছে। সেই সভায় বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু শেষ পর্যন্ত নামতে পারল না কপ্টারটি।

এদিন সকাল থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল কুয়াশার দাপট দেখা যাচ্ছে। সেই কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার কারণে কপ্টার অবতরণ করতে পারেনি। আবার দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় মোদীর কপ্টার। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন তিনি। সেখান থেকে সড়কপথে ফের তাহেরপুরের উদ্দেশে রওনা হবেন কি না, তা এখনও জানা যায়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোদীকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফিরে এসেছেন।

উল্লেখ্য, বাংলা থেকে পঞ্জাব পর্যন্ত একটা কুয়াশা বলয় তৈরি হয়েছে, তার জেরেই দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি।