আগামী সপ্তাহে দু’দিনের জন্যে রাজ্যে শাহ, সভা করবেন ঠাকুরনগরে
১১ ফেব্রুয়ারি কোচবিহার থেকে রথযাত্রায় থাকবেন অমিত শাহ। আরও তিনটি রথযাত্রা নিয়ে আলোচনা চলছে। বৈঠক শেষে জানান কৈলাস বিজয়বর্গীয়।
কলকাতা: ফের পশ্চিমবঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah)। ১০ এবং ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ঠাকুরনগরে সভা করবেন তিনি। মতুয়া মহাসঙ্ঘের সদস্যদের সঙ্গে দেখা করাই তাঁর এ বারের সফরের মূল লক্ষ্য বলে সূত্রের খবর।
একুশের নির্বাচনের আগে (West Bengal Assembly Elections 2021 ) বাংলা নিয়ে রণকৌশল ঠিক করতে বিজেপির বৈঠক। দিল্লিতে ৮ নম্বর নর্থ অ্যাভিনিউয়ে দিলীপ ঘোষের বাড়িতে মঙ্গলবার হঠাত্ বৈঠক ডাকা হয়। রাত সাড়ে ৯টা নাগাদ বৈঠক শুরু হয়। বৈঠকে ছিলেন দিলীপ, মুকুল, শুভেন্দু, রাজীব, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, সুভাষ সরকার, অমিত মালব্য ও অমিতাভ চক্রবর্তী ছিলেন।
বৈঠকে অমিত শাহের রথযাত্রা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের পশ্চিমবঙ্গ সফর নিয়ে আলোচনা হয়। ৬ ফেব্রুয়ারি রাজ্যে রথযাত্রার উদ্বোধন করবেন জেপি নাড্ডা। ১১ ফেব্রুয়ারি কোচবিহার থেকে রথযাত্রায় থাকবেন অমিত শাহ। আরও তিনটি রথযাত্রা নিয়ে আলোচনা চলছে। বৈঠক শেষে জানান কৈলাস বিজয়বর্গীয়। রথযাত্রার জন্য বিজেপি চিঠি দিয়েছিল নবান্নে। স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি নিতে হবে। উত্তরে বিজেপিকে জানাল নবান্ন। অনুমতি না পেলে আদালতে যাওয়া হবে। বললেন দিলীপ।
বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন রাজীব-শুভেন্দুরা। বৈঠকের বিষয় নিয়ে শুভেন্দু অবশ্য সাংবাদিকদের সামনে বিশেষ কিছু বলতে চাননি। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ” বৈঠকে ঠিক হয়েছে কয়েকটি জায়গা থেকে আমাদের পরিবর্তন যাত্রা বের হবে। কীভাবে পরিচালনা করা হবে, কী যাত্রাপথ হবে, কারা থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন পরিকল্পনা ঠিক না হলে হবে না।”
আরও পড়ুন: ওয়ার্ড ভিত্তিক ‘জল মাপতে’ কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন ফিরহাদ
রাজীব আরও বলেন, “একটা হিংসার রাজনীতি চলছে আমরা হিংসা চাই না। বাংলার মানুষের জন্য কাজ করতে চাই। কারা দলে আসবে তা উপর থেকে ঠিক হবে।”