ওয়ার্ড ভিত্তিক ‘জল মাপতে’ কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন ফিরহাদ

ভৌগোলিক মানচিত্র বলছে, পুরসভার ১৪৪টি ওয়ার্ডের সাংগঠনিক রূপরেখাই ১৬টি বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ করবে।

ওয়ার্ড ভিত্তিক 'জল মাপতে' কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন ফিরহাদ
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 11:12 AM

কলকাতা: একুশের হাইভোল্টেজ নির্বাচনের আগে ওয়ার্ড ভিত্তিক সংগঠন খতিয়ে দেখতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। এবার কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

সূত্রের খবর, আগামী ৫ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ৮ টা নাগাদ অহীন্দ্র মঞ্চে এই বৈঠক হবে। কলকাতা পুরসভার ১২৫ জন কাউন্সিলরের মধ্যে দু’জন প্রয়াত। আগেই বিজেপিতে যোগ দিয়েছেন একজন। ফলে বর্তমান কাউন্সিলরের সংখ্যা ১২২ জন। ভৌগোলিক মানচিত্র বলছে, পুরসভার ১৪৪টি ওয়ার্ডের সাংগঠনিক রূপরেখাই ১৬টি বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ করবে। তাই সেক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক জল মাপতে প্রস্তুত নেতৃত্ব।

কোন ওয়ার্ডের সাংগঠনিক পরিস্থিতি কেমন, সরকারি প্রকল্পগুলির গতি নির্ধারণে কোন এলাকাগুলি মুখ্য ভূমিকা নিয়েছে, কোথায় কাজ পিছিয়ে, তা সবই জানার চেষ্টা করছে নেতৃত্ব। আর তা নির্ধারণ করতেই এই উচ্চ পর্যায়ের বৈঠক।

আরও পড়ুন: হাড় কাঁপানো ঠান্ডা থাকবে আর কতদিন? কী বলছে আবহাওয়া দফতর?

একুশের নির্বাচনে প্রধান বিরোধী পক্ষ মাথাচাড়া দিয়ে উঠেছে। সেক্ষেত্রে প্রতিরোধ গড়তে আরও কড়া ভূমিকায় শাসকদল। এলাকা ধরে জল মেপেই লড়াইয়ের রূপরেখা তৈরি করতে চায় তৃণমূল। এলাকাভিত্তিক ভাবে হালকা হয়ে যাওয়া সংগঠনের রাশ ধরতে চাইছেন তৃণমূল নেতৃত্ব, বলছেন বিশ্লেষকরা।