Kolkata: কেন পাড়বি আম? ভাইয়ে-ভাইয়ে ঝামেলার মধ্যেই প্রশান্তর হাতে খুন সুশান্ত

Kolkata: স্থানীয় সূত্রে খবর, দুই ভাইয়ের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। তর্কাতর্কির মধ্যে শুরু হয়ে যায়। অভিযোগ, এরইমধ্যে একটা ভারী বস্তু দিয়ে ভাই সুশান্ত রায়ের মাথায় মেরে বসেন প্রশান্ত রায়। রক্তাক্ত অবস্থায় মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত।

Kolkata: কেন পাড়বি আম? ভাইয়ে-ভাইয়ে ঝামেলার মধ্যেই প্রশান্তর হাতে খুন সুশান্ত
চাপা উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 24, 2025 | 3:28 PM

নিউটাউন: আম পাড়া নিয়ে বিবাদ গিয়ে থামল মৃত্যুতে। ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা নিউটাউনের আকন্দ কিশোরী এলাকায়। ইতিমধ্য়েই অভিযুক্ত যুবককে আটক করেছে টেকনোসিটি থানার পুলিশ। কঠোর শাস্তির দাবিতে সরব প্রতিবেশীরা। আকন্দ কিশোরী এলাকাতেই বাড়ি সুশান্ত রায়ের। পাশেই দাদা প্রশান্ত রায়ের জমিতে রয়েছে বেশ কিছু আম গাছ। সেখান থেকে আম পাড়া নিয়ে ঝামেলার সূত্রপাত। 

স্থানীয় সূত্রে খবর, দুই ভাইয়ের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। তর্কাতর্কির মধ্যে শুরু হয়ে যায়। অভিযোগ, এরইমধ্যে একটা ভারী বস্তু দিয়ে ভাই সুশান্ত রায়ের মাথায় মেরে বসেন প্রশান্ত রায়। রক্তাক্ত অবস্থায় মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। পরিবারের লোকজনই দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। 

এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্ত  প্রশান্ত রায়কে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা যাচ্ছে। চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।