কলকাতা: বুধবার দুপুর থেকেই দেখা যাচ্ছে, রাজ্যের সীমান্তে ভিড় করেছেন বহু বাংলাদেশি। কার্যত কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন তাঁরা। কোচবিহার ও জলপাইগুড়ির সীমান্তে দেখা গিয়েছে, কাতারে কাতারে মানুষ প্রবেশ করার জন্য দাঁড়িয়ে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় বিএসএফ। এবার বিজ্ঞপ্তি দিয়ে বিএসএফ জানাল, কোনও ফোর্স ব্যবহার না করেই বিশাল সংখ্যক বাংলাদেশির প্রবেশ আটকানো হয়েছে।
বিএসএফ জানিয়েছে, বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বুধবার দুপুর ১ টা নাগাদ প্রায় ৩০০ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেন। তাঁরা বেশিরভাগই হিন্দু বলে জানিয়েছে বিএসএফ। বিএসএফের দাবি, ওই বাংলাদেশিরা মূলত সানসেরপুরা, ধামেরঘাট, চিরাকুটি, লাখিপাড়া, বোনাগ্রাম, কাঠুমারি, পানিডুবি ও বানিয়াপাড়ার বাসিন্দা। এই গ্রামগুলি সীমান্ত থেকে মাত্র ২-৩ কিলোমিটার দূরে অবস্থিত। এগুলির পাশেই রয়েছে ভারতে ধাধারা পাড়া গ্রাম।
এ ব্যাপারে বিএসএফ বিশেষ সতর্ক আছে বলে জানানো হয়েছে। তারা দ্রুত সীমান্তের কাছে পৌঁছে যায় এদিন। সীমান্তেই আটকে দেন বাংলাদেশিদের। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুপ্রবেশ যাতে না ঘটে, তার জন্য উচ্চপদস্থ অফিসাররা রয়েছে সীমান্তবর্তী এলাকায়।
বিএসএফের দাবি, বাংলাদেশিদের বারবার ফিরে যেতে বলা হলেও তারা কথা শোনেননি। এরপর বিএসএফের তরফে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি-র সঙ্গে যোগাযোগ করা হয়। বিজিবি-র আধিকারিক ঘটনাস্থলে পৌঁছনোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপাতত সীমান্তে পরিস্থিতি শান্ত আছে বলেই জানানো হয়েছে। বিএসএফ উল্লেখ করেছে, এদিন যেভাবে বিএসএফ অফিসাররা কোনও ফোর্স ব্যবহার না করেই বাংলাদেশিদের অনুপ্রবেশ আটকেছে, তাতে খুশি সংলগ্ন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, এদিন দুপুরে জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকায় দেখা যায়, বহু মানুষ দাঁড়িয়ে আছে সীমান্তের কাছে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন তাঁরা।