
কলকাতা: নাম-পরিচয় বদল করে ওয়েবসাইটে মহিলারদের সঙ্গে যোগাযোগ। কখনোও বিয়ের প্রতিশ্রুতি আবার কখনোও জমি ও গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। একাধিক মহিলার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।
অভিযুক্তের নাম মহাম্মদ নিষাদ আলী। তিনি বজবজের বাসিন্দা। পেশায় তিনি বিএসএফ কনস্টেবল। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নিউটাউনের সাঁপুরজি এলাকায় প্রতারণা করছিলেন বলে অভিযোগ।
এরপর শুক্রবার টেকনোসিটি থানায় একাধিক মহিলা অভিযোগ দায়ের করেন অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত BSF কনস্টেবলকে নিউটাউন এলাকা থেকে গ্রেফতার করে। এই অভিযুক্তর বিরুদ্ধে মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলারও অভিযোগ। পাশাপাশি বারো বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে। এক মহিলা বলেন, “উনি জানিয়েছিলেন যে গাড়ির ব্যবসা করেন। আমি গাড়ি নিতে চেয়েছিলাম আর জায়গা। ও আমার থেকে সেই মোতাবেক তিরিশ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু গাড়ি দেয়নি। ও আমায় বলেছে বেহালায় থাকে অথচ ও বজবজে থাকে। তারপরই আমি পুলিশকে জানাই।” আরও এক অভিযোগকারিনী বলেন, “বিয়ের দিকে কথা এগোচ্ছিল। আমি একজন সিঙ্গেল মাদার। আমার বাচ্চার সঙ্গেও ও নোংরা করেছে। আমি থানায় গিয়েছি।” আর এক অভিযোগকারিনী বলেন, “ওর সঙ্গে একটি ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ হয়। বিয়ের দিকে কথা এগোয়।”