Bangladesh: বয়স ২৮-৩০, বাড়ছে বাড়ি ভাড়া নেওয়ার ঝোঁক, বাংলাদেশি ছেলেগুলোর মতলব কী? চিন্তায় BSF
India-Bangladesh Border: বিএসএফ-এর গোয়েন্দা সূত্রে খবর, গোয়েন্দাদের কাছে ইতিমধ্যে তথ্য এসেছে, সীমান্তের ওপারে লাগোয়া গ্রামগুলিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করছে একাধিক ব্যক্তি। যাঁরা সেখানকার মানুষের কাছেও অচেনা। আর এই সকল অচেনা ব্যক্তিদের গড় বয়স ৩০-৩৮ এর মধ্যে।

কলকাতা: বাংলাদেশের জঙ্গি জাল ছড়াচ্ছে এপার বাংলায়? গোয়েন্দা সূত্রের খবর, এ রাজ্যের সীমান্ত লাগোয়া গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন একাধিক অচেনা যুবক। যাঁদের বয়স আঠাশ থেকে তিরিশের মধ্যে। তাহলে কি এরা স্লিপাল সেলের কাজ করবেন? সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের বাতাবরণ তৈরি হয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে এই স্লিপার সেলরা মূলত সক্রিয় হয়ে উঠছে বলে বিএসএফ-এর নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর। এমনকী, এ সম্পর্কে স্বরাষ্ট্র-মন্ত্রকেও যাবতীয় তথ্য পাঠানো হয়েছে বলে ইস্টার্ন কমান্ড সূত্রে খবর।
বিএসএফ-এর গোয়েন্দা সূত্রে খবর, সীমান্তের ওপার লাগোয়া গ্রামগুলিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করছে একাধিক ব্যক্তি। যাঁরা সেখানকার মানুষের কাছেও অচেনা। আর এই সকল অচেনা ব্যক্তিদের গড় বয়স আঠাশ থেকে তিরিশের মধ্যে। গোয়েন্দাদের কাছে আসা তথ্য অনুযায়ী, এই সকল অচেনা যুবকদেরই জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার আশঙ্কা করা হচ্ছে। কোথাও না কোথাও এই যুবকরাই স্লিপার সেল হিসাবে কাজ করতে পারে।
পূর্বাঞ্চলীয় কমান্ডের অন্তর্গত পশ্চিমবঙ্গ,মেঘালয়, মিজোরাম,অসম, ত্রিপুরা এই পাঁচটি রাজ্য মূলত বাংলাদেশ সীমান্ত ভাগ করে। যার সীমানা হচ্ছে মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার। এরমধ্যে পশ্চিমবঙ্গের ২ হাজার ২১৭ কিমি, মেঘালয় ৪৪৩ কিমি, ত্রিপুরা ৮৫৬ কিমি, মিজোরাম ৩১৮ কিমি এবং অসম ২৬২ কিমি সীমান্ত রয়েছে। সেখানেই ছদ্মবেশে থেকে এরা তলে-তলে জঙ্গি কার্যকলাপ করছেন কি না বিষয়টি খোঁজার চেষ্টা করছেন বিএসএফ জওয়ানরা।
তবে এখানেই শেষ নয়, চিন্তা বাড়ছে আরও একটি বিষয় নিয়ে। পাকিস্তানের সঙ্গে যেভাবে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশের, তাতে বাণিজ্যিক সম্পর্কের নাম করে একাধিক জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। কিন্তু সেগুলি আদৌ সঠিকভাবে তল্লাশি করা হচ্ছে কি না, সেটা কেউ দেখছে না। ফলে পাকিস্তানের সেই জাহাজে থাকা কন্টেনারে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কারও বাংলাদেশ অনুপ্রবেশ হচ্ছে কি না, এই সম্পর্কেও সঠিক তথ্য অমিল।





