Buddhadeb Bhattacharjee video: আর চাপবেন না সাদা অ্যাম্বাসাডরে,ছল-ছল চোখে গেটের সামনে দাঁড়িয়ে বুদ্ধর ‘সারথি’
Buddhadeb Bhattacharjee's Death: WB06002। চেনা পরিচিত এই গাড়ি এলেই সকলে বুঝে যেতেন বুদ্ধবাবু আসছেন। শেষবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময়ও তাঁর সঙ্গী ছিল সাদা অ্যাম্বাসাডর। বুদ্ধ চলে গিয়েছে চিরকালের মতো। তবে তাঁর সঙ্গী থেকে গিয়েছে।
WB06002। চেনা পরিচিত এই গাড়ি এলেই সকলে বুঝে যেতেন বুদ্ধবাবু আসছেন। কোনও রাজনৈতিক সমাবেশ হোক বা রাজনৈতিক মঞ্চ অবিচল তার গাড়ি। শেষবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময়ও তাঁর সঙ্গী ছিল সাদা অ্যাম্বাসাডর। বুদ্ধ চলে গিয়েছে চিরকালের মতো। তবে তাঁর সঙ্গী থেকে গিয়েছে। বুদ্ধবাবুর গাড়ির চালক সত্য ঘোষ। ৯১ সাল থেকে বুদ্ধবাবুকে দেখে আসছেন তিনি। আজ কথা বলতে পারলেন না। বললেন, “খারাপ লাগছে…” কেঁদে ফেললেন সংবাদ মাধ্যমের সামনে। চলে গেলেন।
আজ সকাল ৮টা ২০ নাগাদ নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, “বুদ্ধবাবু পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একজন মানুষ মরে গেলে, তিনি চলে যান, এমন নয়, তিনি বেঁচে থাকেন মানুষের মধ্যে তাঁর কাজের মাধ্যমে। তাঁর আত্মা শান্তি পাক। বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই।”