বুদ্ধপূর্ণিমায় বুদ্ধদেবের প্রত্যাবর্তন, করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন লেখক

অতিমারি (Pandemic) পরিস্থিতিতে গত এক বছর বাড়ি থেকে বের হননি। তবু রেহাই মেলেনি করোনার হাত থেকে।

বুদ্ধপূর্ণিমায় বুদ্ধদেবের প্রত্যাবর্তন, করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন লেখক
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 27, 2021 | 9:23 PM

কলকাতা: অবশেষে বাড়ি ফিরলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ (Buddhadeb Guha)! কোভিড (Covid) ও নিউমোনিয়াকে হারিয়ে বালিগঞ্জ ফাঁড়ির কাছে সানি টাওয়ারে ফিরলেন তিনি। সেখানেই তাঁর ফ্ল্যাট। বিগত বহু বছর ধরে এখানেই থাকেন লেখক। সহধর্মিণী গায়িকা ঋতু গুহ মারা গিয়েছেন কবেই। তবু প্রতিটা ঘরের অন্দরে ঋতু গুহর উপস্থিতি!

কিছুদিন আগেই করনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। অতিমারি পরিস্থিতিতে গত এক বছর বাড়ি থেকে বের হননি। তবু রেহাই মেলেনি করোনার হাত থেকে। লেখকের পাশাপাশি করোনা হয়েছিল তাঁর মেয়ে, ড্রাইভারের। প্রথমে শহরের এক হোটেলে নিভৃতাবাসে ছিলেন তিনি।

Buddhadeb Guha

পরে শ্বাসকষ্ট বাড়লে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিয়ে লেখকের শারীরিক পরিস্থিতি খারাপ হলেও পরে ধীরে ধীরে উন্নতি হয়। চিকিৎসাধীন থাকার সময় মন খুলে গানও গেয়েছেন বুদ্ধেদেব গুহ। এবার তিনি মনের জোরে বাড়ি ফিরলেন।

তাঁর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, কোভিড ও নিউমোনিয়াকে হারিয়ে বুদ্ধপূর্ণিমায় বাড়ি ফিরেছেন লেখক বুদ্ধদেব গুহ। এখনও দুর্বল রয়েছেন তিনি। তাই তাঁকে ফোন করতে আপাতত মানা করা হয়েছে। কোভিড জয় করে লেখকের বাড়ি ফেরার খবরে খুশি তাঁর অসংখ্য পাঠক।