Kolkata Police: সরকারি চাকরির টোপ, ৩০ লক্ষ টাকা হাতিয়ে কলকাতায় গ্রেফতার বুম্বা-সোনা
Kolkata Police: ধৃতদের নাম সায়ন্তন দাস ওরফে বুম্বা (২৭), প্রকাশ চন্দ্র বোস ওরফে সোনা (৬২)। মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রতারণা দমন শাখার আধিকারিকরা দু’জনকে গ্রেফতার করে। এদিনই তাঁদের তোলা হয় আদালতে।
কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে দিন কাটছে রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, আমলার। রাজনৈতিক মহলে এখনও অব্যাহত শোরগোল। এরইমধ্যে এবার ফের সরকারি চাকরির টোপ দিয়ে বড়সড় আর্থিক প্রতারণার খোঁজ মিলল কলকাতায়। ইতিমধ্যেই এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযোগ, সরকারি চাকরির টোপ দিয়ে নিয়োগপত্র তৈরি করে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল অভিযুক্তরা। পুলিশের কাছে অভিযোগ আসতেই গ্রেফতার করা হয় দু’জনকে।
ধৃতদের নাম সায়ন্তন দাস ওরফে বুম্বা (২৭), প্রকাশ চন্দ্র বোস ওরফে সোনা (৬২)। মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রতারণা দমন শাখার আধিকারিকরা দু’জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মৌমিতা গোস্বামী নামে এক মহিলা পুলিশের কাছে অভিযোগ জানান। তিনি জানান, সরকারি চাকরি দেওয়া হবে বলে তাঁদের বলা হয়েছিল। চাওয়া হয়েছিল ৩০ লক্ষ টাকা। নিয়োগপত্রও দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে তাঁরা জানতে পারেন সেগুলি ভুয়ো।
এ নিয়ে দু’পক্ষের মধ্যে চাপানউতোরও চলছিল। এরইমধ্যে বুম্বা ও সোনা তাঁদের সাড়ে তিন লক্ষ নগদ টাকা ফিরিয়ে দেন বলেও খবর। সঙ্গে সাড়ে ২৬ লক্ষ টাকার একটি চেকও দেওয়া হয়। যদিও সেই চেকটিও ভুয়ো ছিল বলেই জানা যাচ্ছে। সেখান থেকে কোনও টাকা ওঠেনি। এরপরই তাঁরা সরাসরি কলকাতা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে পুলিশ। এদিন ধৃতদের আদালতে তোলা হলে তাঁদের ২ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।