Local Train Cancelled: সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হাওড়া শাখায়, দুর্ভোগের আশঙ্কা বর্ধমান, ব্যান্ডেল, তারকেশ্বরে

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Jul 21, 2023 | 11:50 PM

Local Train Cancelled: হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল শনিবার এবং রবিবার। এছাড়াও বেশ কিছু শাখায় লোকাল ট্রেন বাতিল করা হল সংশ্লিষ্ট শাখায় ওভারহেডে বিদ্যুতের কাজ, সিগনালিং মেরামতির কাজ সহ একাধিক কাজের জন্য।

Local Train Cancelled: সপ্তাহান্তে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হাওড়া শাখায়, দুর্ভোগের আশঙ্কা বর্ধমান, ব্যান্ডেল, তারকেশ্বরে
ফের বাতিল একগুচ্ছ লোকাল
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: কয়েকদিন আগেই দুর্ভোগ পোহাতে হয়েছিল যাত্রীদের। বাতিল হয়েছিল একাধিক ট্রেন। সপ্তাহান্তে ফের ট্রেন বাতিল হতে চলেছে হাওড়া-বর্ধমান শাখায় (Howrah-Bardhaman)। বাড়তে চলেছে যাত্রী দুর্ভোগ। বেশ কিছু লাইন, সিগন্যাল সিস্টেম ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে। সে কারণেই শনি ও রবিবার হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ ও খনা-গুমানি বিভাগে বাতিল থাকছে এক গুচ্ছ লোকাল ট্রেন। একইসঙ্গে ঘুরপথেও চালানো হবে বেশ কিছু ট্রেনকে। পাশাপাশি বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে ট্রেন বাতিলের ঘোষণার পাশাপাশি দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে। 

শনিবার বাতিল ট্রেনের খাতায় থাকছে 

হাওড়া থেকে: 37363, 37229, 37237, 37819, 37651, 36823, 36825, 36827, 36829, 36831, 36033, 36035, 37915, বর্ধমান থেকে 36838, 36840, 37842, 03587, আরামবাগ থেকে 37364 ব্যান্ডেল থেকে 37536, 37538, 37242, 37244, 37749 নৈহাটি থেকে 37535, চন্দনপুর থেকে 37420, 36036 ডানকুনি থেকে 32228, 32230, 32232, 32234, 32236. শিয়ালদহ থেকে 32411, 32227, 32229, 32231, 32233, 322233, 32228, 32235, বারুইপাড়া থেকে 32412 রামপুরহাট থেকে 03588, কাটোয়া থেকে 37748, 37924, 03095, 03097, 03035, আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036

রবিবার বাতিলের খাতায় থাকছে 

হাওড়া থেকে 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915. আরামবাগ থেকে 37364, ব্যান্ডেল থেকে 37536, 37538, 37242, 37244, 37749, নৈহাটি থেকে 37535, 37537, বর্ধমান থেকে 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587, মেমারি থেকে 37652, শেওড়াফুলি থেকে 37056, বারুইপাড়া থেকে 32412, শিয়ালদহ থেকে 32411, 32227, 32229, 32231, 32233, চন্দনপুর থেকে 36034, ডানকুনি থেকে 32228, 32230, 32232, 32234, রামপুরহাট থেকে 03588, কাটোয়া থেকে 37748, 37924, 03095, 03097, 03035, আজিমগঞ্জ থেকে 03096, 03098, 03036. একইসঙ্গে তারকেশ্বরের পথে হাওড়া-আরামবাগ লোকালের মতো বেশ কিছু লোকালের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। পরিবর্তন হয়ে যাচ্ছে শেষ গন্তব্যও।

Next Article