Abhishek Banerjee Detained: কোথাও জ্বলছে টায়ার, কোথাও পথ অবরোধ, অভিষেক আটক হতেই উত্তাল বাংলা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 04, 2023 | 12:26 AM

Abhishek Banerjee Detained: মালদহতেও দেখা গিয়েছে একই ছবি। মালদহের রথবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। অন্যদিকে মালদহ টাউন স্টেশনেও চলে বিক্ষোভ। রেল অবরোধের চেষ্টাও করা হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

Abhishek Banerjee Detained: কোথাও জ্বলছে টায়ার, কোথাও পথ অবরোধ, অভিষেক আটক হতেই উত্তাল বাংলা
টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Detained) আটক হতেই উত্তাল বাংলা। কলকাতা থেকে জেলা, সর্বত্রই পথে নেমে জোরদার আন্দোলন শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। বউবাজারে যেমন টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হল তেমনই আবার দিনহাটাতেও হল অবরোধ। এদিন রাত দশটা তিরিশ নাগাদ দিনহাটার পাঁচ মাথার মোড়ে পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন এই পথ অবরোধে নেতৃত্ব দেন দিনহাটা শহরের পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা শহরের তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পার্থ সাহা সহ অনেকেই।

অন্যদিকে মালদহতেও দেখা গিয়েছে একই ছবি। মালদহের রথবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। অন্যদিকে মালদহ টাউন স্টেশনেও চলে বিক্ষোভ।  রেল অবরোধের চেষ্টাও করা হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বিক্ষোভ চলছে দক্ষিণবঙ্গেও। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করার প্রতিবাদে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় জাতীয় সরকার উপর তুমুল বিক্ষোভ দেখায় ঘাসফুল শিবির। ধর্মায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল। রাত ১১টা থেকে শুরু হয় বিক্ষোভ। 

অন্যদিকে কাঁথিতে শুভেন্দুর বাড়ির অদূরে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা-কৰ্মীরা। ঘটনার প্রতিবাদে বীরভূমের সিউড়িতে তৃণমূলের জেলা কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভ হয় লিলুয়াতেও। শুধু লিলুয়া নয়, হাওড়ার একাধিক জায়গায় পথ অবরোধ শুরু হয়ে যায় রাতেই। মধ্য হাওড়া ইচ্ছাপুর থেকে শুরু করে দক্ষিণ হাওড়ার মাকড়দহ চলছে পথ অবরোধ। স্তব্ধ হয়ে গিয়েছে যান চলাচল। 

Next Article