Burrabazar Fire: ডাঁই করে রাখা নির্মাণ সামগ্রীর পাশে হচ্ছিল রান্না, আর সেখানে বিড়ি-সিগারেটের ফুলকি থেকেই আগুন! মেছুয়াবাজার কাণ্ডে প্রাথমিক রিপোর্ট

Burrabazar Fire: ফরেন্সিক বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, দোতলায় মজুত প্লাইউড ও প্রচুর স্পিরিট জাতীয় দ্রাহ‍্য বস্তুর উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।হোটেলের দোতলার নির্মাণে কাজের জন‍্য যে শ্রমিকরা ছিলেন, তাঁরা সম্ভবত রান্না করছিলেন বা বিড়ি- সিগারেটের আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত।

Burrabazar Fire: ডাঁই করে রাখা নির্মাণ সামগ্রীর পাশে হচ্ছিল রান্না, আর সেখানে বিড়ি-সিগারেটের ফুলকি থেকেই আগুন! মেছুয়াবাজার কাণ্ডে প্রাথমিক রিপোর্ট
মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী আগুন (ফাইল ছবি)Image Credit source: Tv9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 02, 2025 | 5:59 PM

কলকাতা: অগ্নিকাণ্ডের পর ইতিমধ্যেই ঘটনাস্থল পরীক্ষা করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ করেছেন। সূত্রের খবর, প্রাথমিকভাবে ঘটনাস্থল ও আশেপাশের এলাকা পরীক্ষার পর বিশেষজ্ঞদের মনে হয়েছে, হোটেলের দোতলায় যেখানে কাজ চলছিল তার পাশেই রান্নার ব‍্যবস্থা ছিল।

ফরেন্সিক বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, দোতলায় মজুত প্লাইউড ও প্রচুর স্পিরিট জাতীয় দ্রাহ‍্য বস্তুর উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।হোটেলের দোতলার নির্মাণে কাজের জন‍্য যে শ্রমিকরা ছিলেন, তাঁরা সম্ভবত রান্না করছিলেন বা বিড়ি- সিগারেটের আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত।

স্পিরিট জাতীয় কেমিক্যালের উপস্থিতি আগুনের মাত্রা বাড়িয়ে দেয়। পাশেই ছিল রান্নার গ‍্যাসের সিলিন্ডার, আগুনের জেরে সিলিন্ডার বিস্ফোরণ করে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। দোতলায় বিস্ফোরণ হওয়া সিলিন্ডার মিলেছে।

ধোঁয়ায় ঢেকে গিয়েছিল তিন থেকে ছ’তলা। পর্যাপ্ত জানালা নাথাকা ও আবদ্ধ হওয়ার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্য বেশিরভাগ জনের। ময়নাতদন্তের রিপোর্টেও উঠে এসেছে সে কথা।

মেছুয়া বাজারের ঘটনার জেরে ইতিমধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন ছাদের উপরে তৈরি হওয়া সব রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র। মেয়র জানিয়েছেন, বরো ভিত্তিক রিপোর্ট তৈরি করে প্রতিটি রেস্তোরাঁতে নির্দেশ যাচ্ছে। পুরসভার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, রেস্তোরাঁর জন্য বিক্রি করা যাবে না ছাদ।