কলকাতা: বকেয়া পুরো না মেটালে ভোটে বাস মিলবে না। এবার সরব হল চার সংগঠন। বুধবার শরত্ বোস রোডে মিনিবাস সংগঠনের অফিসে এক বৈঠক বসে মিনিবাস সংগঠন। চার বাস মালিক সংগঠনের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয়, আগের ভাড়ার বকেয়া টাকা মেটানোর পাশাপাশি বর্তমান ভাড়ার পুরোটাই আগাম মিটিয়ে দেওয়ার কথা বলছে।
বুধবারের বৈঠকে যোগ দেন ‘ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’, ‘মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি’, ‘বেঙ্গল বাস সিন্ডিকেট’, ‘ওয়েস্ট বেঙ্গল কনট্র্যাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স ইউনিয়ন’-র প্রতিনিধিরা।
বাস মালিক সংগঠনগুলির মতে, কলকাতা পুর নির্বাচনে ৯০০ মিনিবাস প্রয়োজন হতে পারে। বাস মালিকরা বলছেন, লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রাপ্য মিলিয়ে সরকারের কাছে বকেয়া রয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। কিন্তু এটা যে অবিলম্বে মেটানোও অসম্ভব, তা বলার অপেক্ষা রাখে না।
বাস মালিকরা দাবি করছেন, আগের নির্বাচনের আগে যে বাসগুলি নেওয়া হয়েছিল, তার ভাড়া অবিলম্বে মেটাতে হবে। শুধু তাই নয়, পুরসভার ভোটেও যদি বাস নিতে হয়, তাহলে অগ্রিম সেই ভাড়া মিটিয়ে দিতে হবে।
কলকাতার ভোটের কাজের জন্য আলিপুরের জেলা পরিবহণ আধিকারিকের মাধ্যমে বাস নেওয়া হবে বলে খবর। ইতিমধ্যেই নিজেদের দাবিদাওয়া নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে চিঠি দিয়েছেন বাস মালিক সংগঠনগুলি।
বাস মালিক সংগঠনের এক নেতার কথায়, “বকেয়া টাকার তো প্রয়োজন। নির্বাচনের কাজে যাওয়া বাস কর্মীদের খাবারের খরচও তো দেওয়া প্রয়োজন। দৈনিক ভাতাও বাড়ানোর প্রয়োজন রয়েছে। কারণ কোনও বিশ্রাম ছাড়াই তাঁরা টানা কাজ করেন।”
তবে অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশন ও পরিবহণ দফতরের তরফে দাবি করা হয়েছে, বকেয়া টাকার বেশিরভাগই মিটিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিম্নচাপের জেরে চিন্তায় কৃষি দফতর, প্রভাবিত হতে পারে এমন জেলাগুলিকে সতর্কতা
আরও পড়ুন: পঞ্চায়েত সমিতির নির্দেশ, ‘দাম একই নিয়ে মাল কম দিন’! দুয়ারে রেশনে দুর্নীতির চূড়ান্ত অভিযোগ কাটোয়ায়