কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় বাসের সংখ্যা কম নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। তারপরে সোমবার সকাল থেকে তৎপর পরিবহন দফতর। পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল প্রথমে আমতলা ডিপো জোকা এবং ঠাকুরপুকুর 3a ডিপো ও সবশেষে শিলপাড়া ডিপোতে ভিজিট করলেন, কথা বললেন যাত্রীদের সঙ্গে। সঙ্গে বড় ঘোষণাও। মুখ্যমন্ত্রীর ধমকে ঘুম ভাঙল পরিবহন দফতরের। ভোগান্তি কমাতে, বাড়ছে সরকারি বাস। সোমবার থেকে রাস্তায় ধাপে ধাপে বাড়ছে বাসের সংখ্যা।
সূত্র বলছে, ৫৫০ বাস দিয়ে ৩৩০০ ট্রিপ চলছিল কলকাতা শহর ও শহরতলিতে। বাস বাড়িয়ে, ট্রিপ বাড়িয়ে তা হবে ৪১৯৮ টি। এদিন থেকেই রাস্তায় বেশি বাস নামছে।নিউটাউন এলাকায় বাসের ট্রিপ বাড়িয়ে ১৫৬ করা হচ্ছে। যা আগে ছিল ১০৮।
বিশেষ নজর রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইড অঞ্চলে।
এখানেই স্পেশাল ট্রিপ থাকতে চলেছে ২৪’টি।
কোন কোন রুটে কত বাস বাড়ছে, দেখে নিন এক নজরে
হাতিশালা-হাওড়া
EB 13
তিন বাস থেকে বেড়ে ৫ হচ্ছে
সাপুরজি-হাওড়া
AC 12
৮ বাস থেকে বেড়ে ১২ হচ্ছে
উল্টোডাঙা-ইকোস্পেস
AC 30S
১ বাস থেকে বেড়ে ৩’টে হচ্ছে
নিউটাউন-হাওড়া
S12
১৫ বাস থেকে বেড়ে ১৮ হচ্ছে
হাইল্যান্ড উইলোজ-হাওড়া
S12E
৬ বাস থেকে বেড়ে ৮ হচ্ছে
উল্টোডাঙ্গা-ইকোস্পেস
S30
১২ থেকে বেড়ে বাস হবে ১৫
দমদম স্টেশন-করুণাময়ী
AC 38
৬ থেকে বেড়ে বাস ৮ হচ্ছে
পরিকল্পনা ধাপে ধাপে আগামী কয়েক দিনে ৫১ বাস বৃদ্ধি করে ৬৯ করা হচ্ছে তথ্যপ্রযুক্তি তালুকের জন্য।
এদিন পরিবহন প্রতিমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলেন। রাস্তায় নেমে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। এই রিপোর্ট দফতরে জানানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।