Bus Strike: আগামিকাল থেকে কি ৩ দিনের বাস ধর্মঘট হচ্ছে? সেপ্টেম্বর পর্যন্ত বড় সিদ্ধান্ত বাস মালিকদের

Bus Strike: পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনার পর ধর্মঘট স্থগিত বাস মালিক সংগঠনের।

Bus Strike: আগামিকাল থেকে কি ৩ দিনের বাস ধর্মঘট হচ্ছে? সেপ্টেম্বর পর্যন্ত বড় সিদ্ধান্ত বাস মালিকদের
বাস ধর্মঘট স্থগিতImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 21, 2025 | 2:08 PM

কলকাতা: আপাতত তিন দিনের বাস ধর্মঘট প্রত্যাহার। পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনার পর ধর্মঘট স্থগিত বাস মালিক সংগঠনের। সেপ্টেম্বর পর্যন্ত কোনও রকম ধর্মঘটের রাস্তায় যাচ্ছেন না তাঁরা। কিন্তু হঠাৎ কী এমন হল? যে ২৪ ঘণ্টা আগে পর্যন্ত ধর্মঘটের পথে অনড় থাকা বাস মালিক সংগঠনগুলো হঠাৎ করেই পিছু হঠল?

জানা যাচ্ছে, বুধবার পুলিশ কমিশনার মনোজ ভর্মার সঙ্গে ঘণ্টা খানেকের ওপর বৈঠক করে বাস মালিক সংগঠনগুলো। বেরিয়ে এসে জানান, আপাতত তাঁরা সেপ্টেম্বরের ১ তারিখ পর্যন্ত তাঁরা ধর্মঘটের পথে যাচ্ছেন না। কারণ তাঁরা যে ইস্যুগুলো নিয়ে সিপি-র সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন, তাতে আলোচনায় কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন।

বাস মালিক সংগঠনের তরফে এক প্রতিনিধি বলেন, “আমরা বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম। পুলিশ কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন। মূল দাবি ছিল, পুলিশি অত্যাচার, দুই, কোভিড পিরিয়ডে গাড়ি চলেনি, আমরা ক্ষতিতে ছিলাম। তিন, যে পরিমাণ টোল ট্যাক্স আদায় করা হচ্ছে, তা কমাতে হবে। আপাতত ধর্মঘট প্রত্যাহার। সেপ্টেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করছি।” পাশাপাশি সংযোগ পোর্টাল, যেটি জুন থেকে চালু হওয়ার কথা, তাতে পুরনো কেসগুলো তোলা হবে না এবং সংযোগ পোর্টালের নিয়ম শিথিল করা হবে বলেও কমিশনারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাস মালিক সংগঠন।

উল্লেখ্য, মঙ্গলবার ঠিক একই রকমের আশ্বাস দিয়েছিলেন পরিবহন সচিব। এদিন আরও একবার এই আশ্বাস দেন পুলিশ কমিশনার। সাধারণত বাস মালিক সংগঠনের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক আগে কখনও হয়নি।