শীতের শহরে লিটেরেচার ফেস্ট, আলাপচারিতায় অংশ নেবেন TV9 নেটওয়ার্কের MD-CEO বরুণ দাস

Literature Fest: অনুষ্ঠানে 'ডিকোডিং দ্য় লিডার ডিএনএ' শীর্ষক পর্বে লেখক আর গোপালকৃষ্ণণ ও গুরুচরণ দাসের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন টিভি৯ নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস। কীভাবে টিভি৯ নেটওয়ার্ক দেশের সেরা নেটওয়ার্ক চ্যানেল হয়ে উঠল, সেই লড়াই থেকে শুরু করে সফল নেতৃত্ব কেমন হওয়া উচিত, তা নিয়েই কথা হবে।

শীতের শহরে লিটেরেচার ফেস্ট, আলাপচারিতায় অংশ নেবেন TV9 নেটওয়ার্কের MD-CEO বরুণ দাস
বিজনেস অ্যান্ড ইকোনমি লিটেরেচার ফেস্ট।Image Credit source: TV9 বাংলা

|

Dec 20, 2025 | 7:01 AM

কলকাতা: শীতের শহরে শিল্প ও সাহিত্য চর্চায় মাতবে বাঙালি। কলকাতার বুকে হচ্ছে বিজনেস অ্যান্ড ইকোনমি লিটেরেচার ফেস্ট (Business & Economy Literature Fest)। ২০ ও ২১ ডিসেম্বর-দুইদিন ধরে চলবে এই অনুষ্ঠান। তাজ তাল কুটিরে অনুষ্ঠিত হবে এই ফেস্ট। 

বিজনেস অ্যান্ড ইকোনমি লিটেরেচার ফেস্টে এবারের অনুষ্ঠানের থিম রাখা হয়েছে- সাহিত্য (Literature), নেতৃত্ব (Leadership), জীবন (Life)। 

অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর (MD) তথা সিইও (CEO) বরুণ দাস। বক্তব্য রাখবেন রাজ্যপালও।

আজ, বিজনেস অ্যান্ড লিটরেচার ফেস্টের প্রথম দিনে বিকেল সাড়ে পাঁচটায় অধ্যাপক ডঃ রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে ডিকোডিং দ্য় লিডার ডিএনএ শীর্ষক পর্বে লেখক আর গোপালকৃষ্ণণ ও গুরুচরণ দাসের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন টিভি৯ নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস। কীভাবে টিভি৯ নেটওয়ার্ক দেশের সেরা নেটওয়ার্ক চ্যানেল হয়ে উঠল, সেই লড়াই থেকে শুরু করে সফল নেতৃত্ব কেমন হওয়া উচিত, তা নিয়েই কথা হবে।

এছাড়াও এরপরে লেখক একে ভট্টাচার্য, রুপা কুদভা  একে একে নিজেদের বক্তব্য, দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অধ্যাপক রমা প্রসাদ বন্দ্যোপাধ্যায় বক্তব্য় রাখবেন। গুরুচরণ দাস ও বিজু পাল আব্রাহামের সঙ্গে আলাপচারিতায় মাতবেন অম্বরীশ দাশগুপ্ত।

স্টার্টআপ থেকে সফল বাণিজ্য, কর্পোরেট জগত, কোন দিকে কেরিয়ার এগোনো উচিত- এই ধরনের নানা বিষয় নিয়েই আলাপচারিতা করবেন দ্বিগগজরা। অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখবেন টিভি৯ বাংলার ম্যানেজিং ডিরেক্টর অমৃতাংশু ভট্টাচার্য্য।