কলকাতা: রাজ্যে আবারও উপ নির্বাচন। মোট ৬ টি ওয়ার্ডে আগামী ২৬ জুন ভোট হবে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। সেই তালিকায় রয়েছে চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড ও পানিহাটির পুরসভার ৮ নম্বর ওয়ার্ড। ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট হবে, আর ওই দিনই হবে রাজ্যের ৬ ওয়ার্ডে পুর নির্বাচন। এর মধ্যে ঝালদা ও পানিহাটিতে উপ নির্বাচন হবে আর বাকিগুলির নির্বাচন স্থগিত ছিল।
এই ৬ ওয়ার্ডের মধ্যে ঝালদা ও পানিহাটিতে নির্বাচনের পর কাউন্সিলর খুন হন। ঝালদায় খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু আর পানিহাটিতে খুন হন কাউন্সিলর অনুপম দত্ত। ফলে ওই দুই ওয়ার্ডে আসন ফাঁকা রয়েছে। অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষণ সংক্রান্ত একটি সমস্যা ছিল। সেই সমস্যার কারণে স্থানীয় বাসিন্দারা আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই মামলায় আদালত স্থগিতাদেশ দেয়। পরে ওই মামলায় জয়ী হয়েছে কমিশন। সেই মতো আবার ভোট প্রক্রিয়া শুরু হতে চলেছে। এ ছাড়া বাকি তিন কেন্দ্র অর্থাৎ চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভোট ঘোষণা হওয়ার পর প্রার্থীর মৃত্যু হয়। সেই কারণে এই কেন্দ্রগুলিতে ভোট হবে।
এ দিকে, আগামী ২৬ জুনই গোর্খা আঞ্চলিক পরিষদ বা জিটিএ-এর নির্বাচন হবে। ২৯ জুন হবে ভোটগণনা। জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিতরঞ্জন বর্ধন মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করেছেন। তিনি বলেন জানিয়েছেন আগামী ২৭ মে এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সে দিন থেকেই ৪৫ টি আসনে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হবে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষে হয় ১০৭ পুরসভার নির্বাচন। তার আগেই সম্পন্ন হয়েছিল কলকাতা পুরনিগমের ভোট। দুটি ক্ষেত্রেই বিপুল আসনে জয়ী হয় তৃণমূল। পরে দুই কাউন্সিলর খুন হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ইতিমধ্যে তপন কান্দু খুনের তদন্তও শুরু করেছে সিবিআই। তাই ৬ ওয়ার্ডের আসন্ন উপ নির্বাচনে চোখ থাকবে রাজনৈতিক মহলের।