Bengal Govt: লিলুয়ায় ইন্ডাস্ট্রিয়াল-লজিস্টিক পার্ক, পোলবায় কারখানা! রাজ্যে শিল্পের বাস্তবায়নে জমি নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত মন্ত্রিসভার

Industry in West Bengal: পোলবার পাশাপাশি হাওড়ার লিলুয়ায় ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক তৈরির জন্য ফ্রি হোল্ড জমি দেওয়া হয়েছে বলেও খবর। পাশাপাশি একাধিক নন-রেসিডেন্সিয়াল প্লট রূপান্তরিত করার ছাড়পত্র দেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভার বৈঠকে।

Bengal Govt: লিলুয়ায় ইন্ডাস্ট্রিয়াল-লজিস্টিক পার্ক, পোলবায় কারখানা! রাজ্যে শিল্পের বাস্তবায়নে জমি নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত মন্ত্রিসভার
নবান্নImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 04, 2025 | 10:40 PM

কলকাতা: শিল্প ও আবাসনের ক্ষেত্রে জমি ব‌্যবহারের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ‌্য মন্ত্রিসভা। বৃহস্পতিবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে পূর্ব মেদিনীপুরের দিঘায় ই-অকশনের মাধ্যমে হিডকোকে হোটেল ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য জমি বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও টেকনোম্যাক ইঞ্জিনিয়ারিং সংস্থাকে হুগলির পোলবায় কারখানা তৈরির জন‌্য জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এদিন। 

পোলবার পাশাপাশি হাওড়ার লিলুয়ায় ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক তৈরির জন্য ফ্রি হোল্ড জমি দেওয়া হয়েছে বলেও খবর। পাশাপাশি একাধিক নন-রেসিডেন্সিয়াল প্লট রূপান্তরিত করার ছাড়পত্র দেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভার বৈঠকে। এই জমিগুলিতে হাউজিং এস্টেট তৈরি করা যাবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে এই রূপান্তরের জন্য নির্দিষ্ট অঙ্কের সরকারি ফি ধার্য করা হবে। 

ঠিক কত শতাংশ হারে এই ফি নেওয়া হবে এবং কী ভাবে তা কার্যকর করা হবে তা নিয়ে বিস্তারিত নীতি তৈরি করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে লিজ ও ফ্রি হোল্ড জমি বরাদ্দের সবুজ সঙ্কেত মিলেছে আজকের মন্ত্রিসভার বৈঠকে। খবর এমনটাই।