
কলকাতা: রাজ্য সরকারের সচিবালয়ের কর্মীদের মতো এবার ডিরেক্টরেটের কর্মীদেরও কমন ক্যাডার তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর ফলে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের অধীনে সচিবালয়ের কর্মীদের মতো ডিরেক্টরেটের কর্মীরাও চলে এলেন। নবান্ন সূত্রের খবর, বুধবার রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তের উপর সিলমোহর দিয়েছে।
এই সিদ্ধান্তের জেরে ডিরেক্টরেটের কর্মীদেরও পদোন্নতির সুযোগ বাড়ল। সেই সঙ্গে ডিরেক্টরেটের কর্মচারীদের বিভিন্ন দফতরে বদলিও করা যাবে। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, যে দফতরের ডিরেক্টরেটের অধীনে কর্মীরা চাকরি পেতেন, সেই ডিরেক্টরেটেই সারাজীবন তাঁরা চাকরি করতেন। অন্য দফতরে যেতে পারতেন না। ছোট ডিরেক্টরেটের ক্ষেত্রে পদোন্নতির সময় হলেও সে সুযোগ তাঁরা পেতেন না। কিন্তু নতুন নিয়মে কোনও কর্মীর পদোন্নতির সময় হলেই নিজের ডিরেক্টরেটে সুযোগ না থাকলে অন্য কোনও দফতরে পদোন্নতি নিয়ে যেতে পারবেন এবং তা নিয়ন্ত্রণ কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক। তিনি জানিয়েছেন, ফেডারেশনের উদ্যোগে ডিরেক্টরেট কমন ক্যাডার গঠন সংক্রান্ত ফাইলে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এরফলে ডিরেক্টরেট এবং রিজিওনাল মিলিয়ে অগণিত কর্মচারী উপকৃত হবেন। ফেডারেশন কথা দিয়ে কথা রাখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারী দরদী। তা আরও একবার প্রমাণিত হল।