কলকাতা: লোকসভা ভোটের আবহে রবিবারই বড় খবর সামনে আসে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিচ্ছেন। এদিনই বিকালে সাংবাদিকদের মুখোমুখি হন বিচারপতি। সেখানে তিনি জানান, মঙ্গলবার বিচারপতি হিসাবে ইস্তফা দিতে চলেছেন। কীভাবে ইস্তফাপর্ব হবে তাও জানান তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, গত সাতদিন তিনি ‘অ্যাডজুডিকেশন’ করেননি। ছুটিতে ছিলেন। সোমবার অর্থাৎ আগামিকাল আদালতে যাবেন।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সোমবার বিচারপতি হিসাবে তাঁর শেষ দিন। তবে এদিন কোনও বিচারসংক্রান্ত কাজ করবেন না। বেশ কিছু মামলা তাঁর লিস্ট থেকে রিলিজ করতে হবে, সেই কাজই করবেন সোমবার। একইসঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতিকেও মৌখিকভাবে বিষয়টি জানাবেন।
বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “অ্যাডজুডিকেশন আমি গত সাতদিন ধরেও করিনি। কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেব। যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে।”
কিন্তু এরপর? জোর জল্পনা সক্রিয় রাজনীতিতে আসতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? সত্যি কি তাই? এদিন এ নিয়ে প্রশ্ন করা হলে, কোনও জবাব দিতে চাননি তিনি। শুধু বলেন, “মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাষ্টারদা সূর্যসেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।”