Calcutta High Court: শাহজাহানের আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই! সন্দেশখালির ৩ বিজেপি কর্মী খুনে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

Calcutta High Court: গত ৩০ জুন সিবিআই তদন্তের নির্দেশ  দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।  সিবিআই-এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শেখ শাহজাহান।

Calcutta High Court: শাহজাহানের আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই! সন্দেশখালির ৩ বিজেপি কর্মী খুনে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 04, 2025 | 12:34 PM

কলকাতা:  সন্দেশখালির তিন বিজেপি কর্মীর খুনের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ বহাল। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্তের বিরুদ্ধে সন্দেশখালির প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।

গত ৩০ জুন সিবিআই তদন্তের নির্দেশ  দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।  সিবিআই-এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ।
নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শেখ শাহজাহান। ২০১৯ সালের ৮ জুন খুন হন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। নিখোঁজ রয়েছেন দেবদাস মণ্ডল। যদিও পরিবারের অভিযোগ, দেবদাসকেও খুন করা হয়েছে।

খুনের অভিযোগ ছিল শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ হন প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা এবং দেবদাসের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল গায়েন।
সেই মামলায় এই নির্দেশ।

মামলার প্রেক্ষাপট

অভিযোগ, ২০১৯ সালের ৬ জুন সন্দেশখালির বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে হত্যা করা হয়। ওই তিনজন এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। জানা গিয়েছে, এই খুনের মামলায় প্রথমে চার্জশিটে নাম ছিল শাহজাহানের। পরে মামলার তদন্তভার সিআইডি-র হাতে যাওয়ার পর শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। প্রসঙ্গত, ২০২২ সালে একটি খুনের ঘটনাতেও শাহজাহানের নাম চার্জশিটে ছিল। কিন্তু সেবার তিনি জামিন পেয়ে যান।