Calcutta High Court:পুলিশকর্মীর মদ্যপান মামলায় কেন্দ্রকেও পার্টি করতে বলল আদালত

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 20, 2023 | 1:59 PM

Calcutta High Court: মামলায় যুক্ত করা হয়েছে নারকেলডাঙ্গা থানা, ডিসি ইএসডি থেকে শুরু করে কলকাতার পুলিশ কমিশনার ও সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরকেও।

Calcutta High Court:পুলিশকর্মীর মদ্যপান মামলায় কেন্দ্রকেও পার্টি করতে বলল আদালত
বাঁ দিকে অভিযুক্ত নিরাপত্তাকর্মী, ডানদিকে বিশ্বজিৎ সরকার
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ভোট পরবর্তী সময়ে কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার আবারও হাইকোর্টের দ্বারস্থ। নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের তরফে যে কনস্টেবল তাঁদের বাড়ির বাইরে নিয়োগ করা হয়েছিল, তিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ তুলেছিলেন বিশ্বজিৎ। এবার সেই অভিযোগ তুলেই হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। সেই মামলায় আবার পার্টি করা হল কেন্দ্রকেও। মামলায় যুক্ত করা হয়েছে নারকেলডাঙ্গা থানা, ডিসি ইএসডি থেকে শুরু করে কলকাতার পুলিশ কমিশনার ও সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টরকেও। কলকাতা হাইকোর্ট অভিজিতের পরিবারকে সিআরপিএফ নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া সত্ত্বেও, তা এখনও পালন করা হয়নি বলে অভিযোগ। তাই কেন্দ্রীয় সরকারকেও মামলায় যুক্ত করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর এই মামলার শুনানি।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁর খুনের অভিযোগ সংক্রান্ত মামলা এখন আদালতে বিচারাধীন। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাঁর দাদা ও মা। অভিজিৎ সরকারের মৃত্যু মামলায় ১০ জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। তারা জেলবন্দি। সেই জেলবন্দিদের পরিবারের লোকজনই সরকার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ তোলেন অভিজিতের দাদা। তিনি কলকাতা হাইকোর্টে বিষয়টি জানান।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশক্রমে, এরপর অভিজিতের বাড়ির বাইরে কলকাতা পুলিশের এক জন কনস্টেবলকে মোতায়েন করা হয়। গত ১৩ সেপ্টেম্বর অভিজিতের দাদা অভিযোগ করেন, ওই কনস্টেবল উর্দির পর নীল রঙের টি শার্ট পরে বাড়ির বাইরে বসে মদ্যপান করছিলেন। তার একটি ভিডিয়োও করেন তিনি। বিশ্বজিতের দাবি, মদ্যপ অবস্থায় তিনি ওই পুলিশ কর্মীকে হাতেনাতে ধরে ফেলতেই পালিয়ে গিয়েছিলেন। এরপর তিনি কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেন।

Next Article