কলকাতা: ৬ জুলাই ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বিজেপি। সোমবার (৪ জুলাই), কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিয়েছে। এর আগে এই বিষয়ে কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি চেয়েও কোনও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে রাজ্য বিজেপি। বেশ কয়েকটি থানা-সহ কলকাতার পুলিশ কমিশনারের কাছে গিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি করেছেন রাজ্য বিজেপির নেতারা। এরপরই, হাইকোর্টে মামলার পথে হাঁটে পদ্ম শিবির।
বঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি পালনের জন্য, গত ২৭ জুন ই-মেইল মারফত অনুমতি চাওয়া হয়েছিল ভবানীপুর, কালীঘাট, গড়িয়াহাট এবং রবীন্দ্র সরোবর থানার কাছে। একই দিনে ওই ই-মেইল পাঠানো হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও, এমনটাই জানিয়েছে বিজেপি। পরবর্তীকালে ওই ই-মেইলের প্রতিলিপি নিয়ে কলকাতা পুলিশের কাছে গিয়েছিলেন রাজ্য বিজেপির নেতারা। তারপর জুন পেরিয়ে জুলাই মাস এসে গেলেও, এখনও কলকাতা পুলিশের তরফ থেকে কোনও উত্তর দেওয়া হয়নি বলে দাবি বিজেপির।
কর্মসূচির প্রস্তুতির জন্য হাতে আর সময় নেই। এই অবস্থায় মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা অঙ্কিত দেব। সোমবার, সেই অনুমতি দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। তবে আদালত, বিজেপির কর্মসূচি পালনের জন্য কয়েকটি শর্ত আরোপ করেছে। আদালত বলেছে, ৬ জুলাই বিজেপি মিছিল করতে পারবে, তবে কোনওভাবেই তার জন্য যানবাহন চলাচল ব্যাহত করা যাবে না। এছাড়া, সভা-সমাবেশ সবই করতে হবে গার্ড রেল দিয়ে ঘেরা নির্দিষ্ট এলাকার মধ্যে।
আদালতের এই নির্দেশ আসার পর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ কর্মসূচি পালনে আর কোনও বাধা রইল না রাজ্য বিজেপির। দলীয় সূত্রে জানা গিয়েছে, ৬ জুলাই দুপুর ৩টেয় দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। গড়িয়াহাট, রাসবিহারী মোড় হয়ে সেই শোভাযাত্রা শেষ হবে হাজরা মোড়ে। শোভাযাত্রা শেষে হাজরা মোড়ে অস্থায়ী মঞ্চে সভা করবেন রাজ্য বিজেপির নেতারা। সন্ধ্যা ৬টায় শেষ হবে কর্মসূচি। শোভাযাত্রা ও সমাবেশ থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
প্রসঙ্গত, এর আগে মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে মিছিল করার ক্ষেত্রেও পুলিশের অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। জুন মাসের শেষে, সেই মামলার শুনানিতেও শর্তসাপেক্ষে রাজ্য বিজেপিকে মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই ক্ষেত্রেও আদালত কিছু শর্ত আরোপ করেছিল। তবে, হাজরা মোড় তৃণমূল কংগ্রেসের আঁতুড় ঘর বলেই পরিচিত। ঢিল ছোড়া দূরত্বে মুখ্যমন্ত্রীর বাড়ি। ফলে ৬ জুলাই মিছিল শেষে বিজেপির সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি। অতীতে হাজরা মোড়ের কাছেই অবস্থিত আশুতোষ কলেজে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।