Calcutta High Court: স্বস্তিতেই বিজেপি বিধায়কেরা, কড়া পদক্ষেপে ‘না’ হাইকোর্টের

Calcutta High Court: গত বছরের ২৯ নভেম্বর ঘটনার সূত্রপাত। বিজেপি বিধায়করা বিধানসভায় সে দিন বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই জাতীয় সঙ্গীত শুরু হলেও তাঁরা বিক্ষোভ থামাননি বলে অভিযোগ তোলে তৃণমূল। সেই মামলা গড়ায় হাইকোর্টে। ওই মামলায় ১০ জন বিজেপি বিধায়ককে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

Calcutta High Court: স্বস্তিতেই বিজেপি বিধায়কেরা, কড়া পদক্ষেপে না হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 07, 2024 | 3:50 PM

কলকাতা: বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। আগের দেওয়া নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বুধবার সেই মামলার শুনানি ছিল আদালতে। রাজ্যের বিরুদ্ধে মামলাকারীদের অভিযোগ, এই ইস্যুতে দায়ের প্রথম মামলার নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলা শুনানির জন্য ডাকলেও, রাজ্যের তরফে কেউ সেখানে হাজির ছিলেন না।

রাজ্য আগের নির্দেশকে চ্যালেঞ্জ করলেও সেই মামলার শুনানিতে আগ্রহী নয় বলে দাবি মামলাকারীদের। ফলে পরের মামলার শুনানি আটকে যাচ্ছে সিঙ্গল বেঞ্চে। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন নির্দেশ দিয়েছেন, আপাতত দুটি মামলাতেই বিজেপি বিধায়কদের রক্ষাকবচ বজায় থাকবে ২২ মার্চ পর্যন্ত। এর মধ্যে যদি ডিভিশন বেঞ্চে রাজ্যের মামলার শুনানি নাও হয়, তাহলেও আগামী ১৫ মার্চ দুটি মামলার একসঙ্গে শুনানি হবে।

গত বছরের ২৯ নভেম্বর ঘটনার সূত্রপাত। বিজেপি বিধায়করা বিধানসভায় সে দিন বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই জাতীয় সঙ্গীত শুরু হলেও তাঁরা বিক্ষোভ থামাননি বলে অভিযোগ তোলে তৃণমূল। সেই মামলা গড়ায় হাইকোর্টে। ওই মামলায় ১০ জন বিজেপি বিধায়ককে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশেরও নির্দেশ দিয়েছিলেন।