
কলকাতা: আদালতের নির্দেশ মেনে মনরেগার কাজ শুরু করার জন্য কী ভাবছে রাজ্য? রাজ্যকে নিজের ভাবনা জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে লেবার বাজেট পেশ করার নির্দেশ দিয়ে রাজ্যকে চিঠি দেয় কেন্দ্র। আদালতে এ কথা জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী। কেন্দ্রের চিঠি নিয়ে কী ভাবছে রাজ্য? রাজ্যকে জানানোর নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামী বছরের ১২ জানুয়ারি পরের শুনানি।
১০০ দিনের কাজের টাকা নিয়ে দীর্ঘ দিন ধরেই তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, টাকা দিতে শর্ত চাপাচ্ছে কেন্দ্র। কেন্দ্রের লেবার বাজেটের শর্ত তিনি কোনওভাবেই মানছেন না। সম্প্রতি এক সভা মঞ্চ থেকে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠি ছিঁড়ে ফেলতে দেখা যায় তাঁকে। সেখানে তিনি বলেছিলেন, “এখন এসআইআর হচ্ছে। এখন আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও তাহলে মার্চ মাসে বাজেট শেষ। অর্থবর্ষ শেষ। তখন বলবেন করতে পারল না। কারণ আপনি তো করতে দেননি। দু’মাসে টেন্ডার করে সবকিছু হয় না।”
বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্পে বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছিল। মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বণ্টনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছিল বলে আদালতে জানিয়েছিলেন কেন্দ্র। পূর্ব বর্ধমান, হুগলি, মালদহ, দার্জিলিং মতো একাধিক জেলায় সমীক্ষা করে দুর্নীতির প্রমাণ উঠে এসেছিল। সেই অভিযোগেই কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেয়। পরে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পুুনরায় রাজ্যে ওই প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছিলেন।সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। হাইকোর্টের নির্দেশই বহাল রাখে শীর্ষ আদালত।