
কলকাতা: রাজ্যে আক্রান্ত হিন্দুরা। নিষ্ক্রিয় কমিশন। এই অভিযোগে সল্টলেকে রাজ্য মানবাধিকার কমিশনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করতে চায় বিজেপি। মঙ্গলবার দুপুর ১১ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১০০০ জন কর্মী সমর্থক নিয়ে অবস্থানের অনুমতি দিচ্ছে না পুলিশ। অবস্থানে উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। মঙ্গলবার এই মামলার শুনানি।
প্রসঙ্গত, ওয়াকফ ইস্যুতে গত মাসের মাঝামাঝি সময় থেকে তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, ধূলিয়ান, সামসেরগঞ্জ-সহ একাধিক এলাকা। বাড়ি ভাঙচুর, আগুন, লুঠপাঠ চলতে থাকে বেপরোয়াভাবে। সবথেকে ভয়ঙ্কর অভিযোগ ওঠে জাফরাবাদে। বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই পরিস্থিতিতে সোমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী।
বিজেপির অভিযোগ, গোটা বাংলাতেই হিন্দুরা আক্রান্ত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাঁরা রাজ্য মানবিকতার কমিশনের অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করতে চান। কিন্তু তাতে যাতে কোনওরকমের বাধা না আসে, সে ক্ষেত্রে আদালতের দ্বারস্থ তারা।