
কলকাতা: কল্যাণী এইমস-এ মালদহের মৃত বালকের দেহ এনে দ্বিতীয় ময়না তদন্তের অনুমতি দিল হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৃত বালকের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।
তবে বালকের দেহের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য কল্যাণী থেকে অটোপসি সার্জেন পাঠাতে পারবে না এইমস। ময়না তদন্তের জন্য নতুন করে কল্যাণীতে পরিকাঠামো তৈরি হয়েছে। এদিন হাইকোর্টে এইমস অধিকর্তা রিপোর্ট দিয়ে জানিয়ে দেন, দেহ কল্যাণীতে নিয়ে এলে তার দ্বিতীয় ময়না তদন্ত করতে কোনও অসুবিধা নেই।
পরিবার দেহ আনতে খরচ দিতে ইচ্ছে প্রকাশ করায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, মানিক চক থানার তদন্তকারী অফিসার পরিবারের খরচে দেহ কল্যাণীতে আনতে পারবেন। বৃহস্পতিবার দুপুরের মধ্যেই দেহ নিয়ে আসতে হবে কল্যাণীতে। তদন্তকারী অফিসার বা পরিবারের কেউ পিএম এর সময় ঢুকতে পারবে না। তবে ঘটনার ভিডিয়োগ্রাফি করতে হবে।
দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট প্রাথমিকভাবে তৈরি করে যদি আগের ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে কোনও তফাৎ থাকে, সেটা আইও-কে জানিয়ে দিতে হবে। এই মামলায় তদন্ত হস্তান্তর সহ অন্য যেসব আবেদন রয়েছে, নতুন করে তার জন্য আগামী দিনে আবেদন করতে পারবে পরিবার।
প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখ রাতে মানিকচকের রোজমেরি মিশনারী স্কুলের হোস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্রীকান্ত মন্ডল নামে অষ্টম শ্রেণীর ছাত্রের। রহস্যজনক ভাবে মৃত্যুর ঘটনা সামনে আসে। বিদ্যালয় অবশ্য আত্মহত্যা করেছে ছাত্র বলেই জানায়। গত ২ তারিখ বুধবার রাতে দেহ উদ্ধার হয়। পরের দিন বৃহস্পতিবার দেহ ময়নাতদন্ত হয়। কিন্তু বালকের বাবার অভিযোগ, তাঁর ছেলে আত্মহত্যা করতে পারে না, সেই কারণে প্রথমবারের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।