Calcutta High Court: আরজি খারিজ, চাকরিপ্রার্থীদের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 17, 2023 | 3:39 PM

Calcutta High Court: শূন্যপদে দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবিতে বিকাশ ভবনের কাছে ধরনা কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এর আগে ওই জায়গায় কর্মসূচি করতে অনুমতি দেয়নি পুলিশ।

Calcutta High Court: আরজি খারিজ, চাকরিপ্রার্থীদের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিকাশভবনের সামনে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ধরনা কর্মসূচির অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। রাজ্যের আপত্তিতে সায় দিল আদালত। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত জানান,  আন্দোলনকারীরা বিধাননগরের সেন্ট্রাল পার্কের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট অ্যাকাডেমির সামনে কর্মসূচি করতে পারবেন। সেখানে তিন দিন ধরনা কর্মসূচি করা যাবে। শূন্যপদে দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবিতে বিকাশ ভবনের কাছে ধরনা কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এর আগে ওই জায়গায় কর্মসূচি করতে অনুমতি দেয়নি পুলিশ।

চাকরিপ্রার্থীদের বক্তব্য ছিল, শূন্যপদ দ্রুত নিয়োগ করতে হবে। তাঁরা তিন দিনের জন্য বিকাশভবনের সামনে ধরনায় বসতে চেয়েছিলেন। কিন্তু বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিধাননগরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেন্ট্রাল পার্কের কাছে ক্রিকেট অ্যাকাডেমির সামনে ধরনায় বসতে পারবেন। সেটা তিন দিনের জন্যই অনুমতি দিয়েছেন বিচারপতি।

চাকরিপ্রার্থীদের আন্দোলনে বারবার তপ্ত হয়েছে বিকাশ ভবন চত্বর। নিয়োগের দাবিতে  একাধিকবার বিকাশভবন অভিযান চালিয়েছেন চাকরিপ্রার্থীরা। যদিও তার আগে থেকেই পুলিশ তাঁদের আটকে দিয়েছে। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি, টানা হিঁচড়ার খবর হয়েছে একাধিকবার। যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তাঁদের চাকরি হল না, টেট উত্তীর্ণদের দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে, এই সকল এক গুচ্ছ দাবিতে এবার তিন দিনের জন্য ধরনা বসতে চলেছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।

Next Article