Calcutta High Court: মোথাবাড়ি-কাণ্ডের প্রতিবাদ, কাঁথিতে শুভেন্দুদের মিছিলের অনুমতি দিল কোর্ট

Calcutta High Court: বস্তুত, মালদহের মোথাবাড়িতে অশান্তির প্রতিবাদে কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল করতে চেয়েছিলেন। প্রাথমিকভাবে ১লা এপ্রিল মিছিল করতে চেয়ে আবেদন জানায় তারা।

Calcutta High Court: মোথাবাড়ি-কাণ্ডের প্রতিবাদ, কাঁথিতে শুভেন্দুদের মিছিলের অনুমতি দিল কোর্ট
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 02, 2025 | 5:44 PM

কলকাতা: মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে কাঁথিতে বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার দুপুর একটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।

বস্তুত, মালদহের মোথাবাড়িতে অশান্তির প্রতিবাদে কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল করতে চেয়েছিলেন। প্রাথমিকভাবে ১লা এপ্রিল মিছিল করতে চেয়ে আবেদন জানায় তারা। কিন্তু তাতে ‘না’ বলা হয় প্রশাসনের তরফে। বিকল্প তারিখে মিছিল করার জন্য বিজেপিকে পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়।
৩ এপ্রিল মিছিল করতে চেয়ে আবেদন জানায় বিজেপি। তাতে যদিও অনুমতি দিয়েছিল প্রশাসন।

এরপর বুধবার আদালতে রাজ্য জানায়, বৃহস্পতিবার মিছিলের অনুমতি পুলিশ দিয়েছে। বিজেপি চেয়েছিল, দুপুর ১ টা থেকে ৮ টা পর্যন্ত মিছিল করতে। কিন্তু পুলিশ দুপুর ২টো থেকে বিকাল ৬টা পর্যন্ত অনুমতি দিয়েছে। সেই সময়ের পরিবর্তন করে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, মঙ্গলবার কাঁথিতে বড় মাপের প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল বিজেপি। কাঁথির খড়্গপুর বাইপাস থেকে পদযাত্রার করার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দুর। তা শেষ হওয়ার কথা ছিল বড় ডাকঘরের সামনে। সেখানে পথসভা করে শুভেন্দু বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। সেই মিছিলেই অনুমতি দিল বিজেপি।