Calcutta High Court: ‘সরকারের বাইরে কেউ যদি অতিরিক্ত ত্রাণ দেয় অসুবিধা কোথায়?’, রাজ্যকে প্রশ্ন বিচারপতি সিনহার

Calcutta High Court: বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, 'সরকারের বাইরে কেউ যদি অতিরিক্ত ত্রাণ দিতে চায় আপনাদের আপত্তি কোথায়? কিসের আইন শৃঙ্খলার সমস্যা? কেন্দ্রীয় বাহিনী তো আছে সেখানে!'

Calcutta High Court: সরকারের বাইরে কেউ যদি অতিরিক্ত ত্রাণ দেয় অসুবিধা কোথায়?, রাজ্যকে প্রশ্ন বিচারপতি সিনহার
বিচারপতি অমৃতা সিনহাImage Credit source: GFX- TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 17, 2025 | 12:18 PM

কলকাতা: মুর্শিদাবাদে ত্রাণের সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষ অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির নির্দেশ, বিচারপতির নির্দেশ, ত্রাণ নিয়ে তিন জনের টিম যাবে উপদ্রুত এলাকাগুলিতে। গোটা বিষয়টি আগেই জেলাশাসককে জানাতে হবে। কোনও ঘৃণ্য বক্তব্য রাখা যাবে না ত্রাণ দেওয়ার সময়।

উল্লেখ্য, মুর্শিদাবাদে অশান্তির জেরে বর্তমানে বহু মানুষ ঘরছাড়া। দোকানপাঠ পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। গৃহহীনদের অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুলগুলিতে। এই সকল দুঃস্থদের ত্রাণ দিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন। তাদের অভিযোগ, এই ত্রাণ নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। সেই মামলারই শুনানি ছিল এ দিন আদালতে। কোর্টের নির্দেশ, শনিবার থেকে ত্রাণ বণ্টন করতে পারবেন তারা। মামলার পরবর্তী শুনানি ৫ মে।

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘সরকারের বাইরে কেউ যদি অতিরিক্ত ত্রাণ দিতে চায় আপনাদের আপত্তি কোথায়? কিসের আইন শৃঙ্খলার সমস্যা? কেন্দ্রীয় বাহিনী তো আছে সেখানে!’ মামলাকারীর আইনজীবী বলেন,
“শিশুদের খাবার, ত্রিপল, ইত্যাদি দেওয়া হবে। জেলা শাসক অনুমতি দেননি। ডিজি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে তারপরেও কেন দেওয়া হচ্ছে না?”

এর উত্তর দিতে গিয়ে সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উত্তর, “সংগঠনের নাম শুধু খোলা হাওয়া। কিন্তু এখানে অনেক কিছু বন্ধ জিনিস আছে। এই সোসাইটির প্রেসিডেন্ট তারকেশ্বরে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিল। রাজ্য আহতদের প্রতি সহানুভূতিশীল। এই মুহূর্তে কোনও নতুন সাহায্যের দরকার নেই। তারপরেও যদি দিতে চায় তাহলে জেলাশাসককে দিক।”