Calcutta High Court: ‘কেন কমিশন নিজে বিজ্ঞপ্তি জারি করেনি?’, প্রশ্ন কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: এরপরে আদালতের নির্দেশ, এখনই বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে কমিশনকে। বিডিওদেরও নির্দেশ দিতে হবে। যার ভিত্তিতে সমীক্ষার জন্য নতুন নতুন সম্প্রদায়ের থেকে আবেদন গ্রহণের বার্তা থাকবে কমিশনের তরফে।

Calcutta High Court: কেন কমিশন নিজে বিজ্ঞপ্তি জারি করেনি?, প্রশ্ন কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 06, 2025 | 5:55 PM

কলকাতা: ওবিসি (OBC)-র অন্তর্ভুক্ত কারা? ২০১০ সালের পর রাজ্যের তৈরি সেই ওবিসি তালিকা খারিজ করে কলকাতা হাইকোর্ট। নতুন করে সমীক্ষা করে সংরক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। কিন্তু এবার রাজ্যের সেই নতুন সমীক্ষা পদ্ধতিও হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে গেল। যে ১১৩ টি ওবিসি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দিয়েছিল হাইকোর্ট, এখন নতুন সমীক্ষায় দেখা যাচ্ছে সেই বাতিল হওয়া সম্প্রদায়গুলি থেকেই ফের আবেদন গ্রহণ করেছে ‘রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন’।

সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখার মান্থার ডিভিশন বেঞ্চে। আদালতের প্রশ্ন, কীসের ভিত্তিতে খারিজ করে দেওয়া সম্প্রদায়গুলোর থেকেই আবেদন গ্রহণ করছে কমিশন? কেন কমিশন নিজে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি?

এরপরে আদালতের নির্দেশ, এখনই বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে কমিশনকে। বিডিওদেরও নির্দেশ দিতে হবে। যার ভিত্তিতে সমীক্ষার জন্য নতুন নতুন সম্প্রদায়ের থেকে আবেদন গ্রহণের বার্তা থাকবে কমিশনের তরফে। এদের এই মামলায় ‘ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস বিভাগকেও’ যুক্ত করেছে হাইকোর্ট।

মঙ্গলবার দীর্ঘ শুনানিতে প্রথমে কমিশন তাদের নতুন সমীক্ষা ত্রুটি মানতে না চাইলেও, পরে আংশিকভাবে আদালতের বক্তব্য মেনে নেয়। একই সঙ্গে তারা আবেদন করে, যেহেতু একটা পদ্ধতির শুরু হয়েছে, ফলে এখনই এতে যেন হস্তক্ষেপ না করে হাইকোর্ট। তাদের দাবি মেনে নিয়ে আদালত আপাতত তাদের এই কাজে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেয়। তবে কোর্টের নির্দেশ, কী পদ্ধতিতে এই সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করা হবে, সে ব্যাপারে আগামী দিনে হলফনামা দিয়ে কমিশনকে জানাতে হবে। ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি।