Calcutta High Court: ‘নিয়োগটাই যেখানে সঠিক নয়, শিক্ষকতা করার জন্য অতিরিক্ত ১০ নম্বর কেন?’, এবার ডিভিশন বেঞ্চে দায়ের মামলা

Calcutta High Court: স্কুল সার্ভিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিধির বিরোধিতা করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে।

Calcutta High Court: নিয়োগটাই যেখানে সঠিক নয়, শিক্ষকতা করার জন্য অতিরিক্ত ১০ নম্বর কেন?, এবার ডিভিশন বেঞ্চে দায়ের মামলা
কলকাতা হাইকোর্টImage Credit source: Getty Image (History/Universal Images)

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 08, 2025 | 1:15 PM

কলকাতা:  এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি  সৌমেন সেন ও বিচারপতি  স্মিতা দে এজলাসে মামলা দায়ের হয়। মামলাকারীর বক্তব্য, যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত ১০ নম্বর কেন দেওয়া হবে? অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে। নিয়োগের বয়সসীমা নিয়ম বিভ্রান্তি রয়েছে। এসএসসি নতুন নিয়োগ নিয়ে  সিঙ্গল বেঞ্চ কমিশনের নির্দেশকেই বহাল রেখেছে। তাই এবার ডিভিশন বেঞ্চে মামলা।

স্কুল সার্ভিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিধির বিরোধিতা করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে।

গত মাসের শেষেই ২০১৬ সালের চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। পরীক্ষার বিধিতেও নানা বদল আনা হয়। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় হাইকোর্টে। অবকাশকালীন বেঞ্চের অনুমতিতে বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ ওই মামলাগুলি করেছিলেন। মামলাকারীদের দাবি ছিল, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি ২০১৬ সালের মতোই করতে হবে। ২০২৫ সালের নিরিখে ন’বছর আগের নিয়োগপ্রক্রিয়ার বিধি নির্ধারণ করা অযৌক্তিক। কিন্তু সিঙ্গল বেঞ্চের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই হস্তক্ষেপ করা যাবে না।  সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। মামলাকারীদের প্রশ্ন, যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি তাহলে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত ১০ নম্বর কেন দেওয়া হবে?