
কলকাতা: মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তিতে নিহত হন হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস। সিবিআই তদন্তের দাবি জানিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। উঠেছিল পুলিশের অতি সক্রিয়তার অভিযোগও। সেই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন একের পর এক বিচারপতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর বিচারপতি সৌমেন সেনও ছেড়ে দিলের ওই মামলা।
যেহেতু পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তার অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানির জন্য নির্দিষ্ট বেঞ্চ রয়েছে, সেই যুক্তি দিয়েই বৃহস্পতিবার মামলা ছাড়ল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এর আগে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য ছিল, যেহেতু মুর্শিদাবাদ সংক্রান্ত মামলার শুনানি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে হচ্ছে সেই কারণে, তিনি সরে দাঁড়াচ্ছেন। তিনি মামলা ছেড়ে দেওয়ার পর মামলাটি যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে। তিনি সেই মামলা পাঠান বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে। এবার তিনিও মামলা ছেড়ে দেওয়ায় ফের মামলাটি ফেরত গেল প্রধান বিচারপতির বেঞ্চে। আবারও বেঞ্চ নির্ধারণ করবেন তিনি।
গত এপ্রিল মাসে মুর্শিদাবাদে অশান্তি চলাকালীন মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত হন বাবা ও ছেলে। খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই মামলা দায়ের হয়।