
কলকাতা: কলকাতা হাইকোর্টের নতুন ভবন উদ্বোধন করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ১৮৭২ সালে হাইকোর্টের মূল ভবন নির্মাণ হয়। পরে নতুন ভবন সম্প্রসারণের কাজ শুরু হয় ১৯৭৭ সালে। জায়গার সংকুলান হওয়ায় ট্রাম গুমটি হিসেবে পরিচিত জায়গায় অতিরিক্ত ভবন তৈরি হয়। তবে বর্তমানে মামলার ভারে আরও ভবনের প্রয়োজনীয়তা ছিল। গত বছর নব মহাকরণ ভবনের একাংশ ছেড়ে দেওয়া হয় হাইকোর্টকে। জুডিশিয়াল দফতর সেখানে যাবে। রেজিস্ট্রার, ফাইলিং ইত্যাদির কাজ হবে ওই ভবনে। ‘নিউ অ্যাডমিনিস্ট্রেশন ব্লক’ বা ‘ব্লক বি’ নামেই পরিচিত হবে ওই নব ভবন। বিচারপতিদের চেম্বার ও অন্যান্য সমস্যার সমাধান কিছুটা মিটবে।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে ইতিমধ্যেই নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। আগামী ৩০ মার্চ বর্তমান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মেয়াদ শেষ হবে। তার প্রায় দেড় মাস আগে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করল কলেজিয়াম। এক বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম, বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছে।