Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: রাজ্যের সব থানাকে সতর্ক করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, নির্দেশ দেওয়া হল ডিজি-কেও

Calcutta High Court: রাজ্যে বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, থানাগুলির অবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। সেদিকেই এবার নজর দেওয়ার কথা বলল হাইকোর্ট।

Calcutta High Court: রাজ্যের সব থানাকে সতর্ক করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, নির্দেশ দেওয়া হল ডিজি-কেও
Follow Us:
| Edited By: | Updated on: Jan 30, 2025 | 1:45 PM

কলকাতা: গত কয়েকদিনে একাধিক অপরাধের ঘটনা শিরোনামে এসেছে। মাঝপথে প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে রাজ্য়ের সব থানাগুলিকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সব থানায় যাতে সিসিটিভি ঠিকভাবে কাজ করে, তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

বৃহস্পতিবার বন্দি-মৃত্যু সংক্রান্ত একটি মামলায় রাজ্যকে সতর্ক করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সিসিটিভি-র বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার জন্য রাজ্যের ডিজি-কে এদিন নির্দেশ দেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন, নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমস্ত থানা থেকে রিপোর্ট পাঠাতে হবে ডিজি-র কাছে। এছাড়া রেকর্ডিং এবং স্টোরেজ ডিভাইসগুলি ঠিকমতো কাজ করছে কি না, সেটাও খতিয়ে দেখার জন্য ডিজি-কে নির্দেশ দেওয়া হয়েছে।

যদি কোনও থানা সিসিটিভি সংক্রান্ত নিয়মাবলী অমান্য করে, তাহলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার নির্দেশও দিয়েছে আদালত। বন্দি-মৃত্যু সংক্রান্ত একটি মামলায় এদিন এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বারুইপুর জেলে হেফাজতে থাকাকালীন চার বন্দির মৃত্যু হয়। ২০২৩ সালে সেই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল মামলাকারী। তবে, সিআইডি রিপোর্ট দেখার পর সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি।