Calcutta High Court: অযোগ্যদের ফের সুযোগ দেওয়া হচ্ছে, পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতেই আইনি নোটিস গেল শিক্ষা দফতরের বড়-বড় কর্তাদের কাছে

Kolkata: উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে’র আগেই নতুন করে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সরকার প্রকাশ করতেই মামলা দায়ের হয়ে গিয়েছে হাইকোর্টে।

Calcutta High Court: অযোগ্যদের ফের সুযোগ দেওয়া হচ্ছে, পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতেই আইনি নোটিস গেল শিক্ষা দফতরের বড়-বড় কর্তাদের কাছে
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 03, 2025 | 10:07 PM

কলকাতা: স্কুল শিক্ষা দফতরের সচিব বিনোদ কুমার, স্কুল শিক্ষা দফতরের কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে আদালত অবমাননার আইনি নোটিস পাঠালেন আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ। এরপরই আইনি নোটিস পাঠানো হয়েছে বলে খবর।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মে’র আগেই নতুন করে চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সরকার প্রকাশ করতেই মামলা দায়ের হয়ে গিয়েছে হাইকোর্টে। মামলাকারী লুবানা পারভিনের অভিযোগ, ৪৪ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা বৈধ নয়। শীর্ষ আদালতের একাধিক নির্দেশ মানা হয়নি। তার মধ্যে যেমন রয়েছে সিলেকশন প্রসেসের রুল, তেমনই বয়সের ছাড়ের ক্ষেত্রেও নির্দেশ মানেনি রাজ্য বলে অভিযোগ। এই রকমই একাধিক অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আগামী ৫ জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি।

এই আবহের মধ্যেই আদালত অবমাননার নোটিস গেল গেল শিক্ষাদফতরের একাধিক আধিকারিকদের কাছে। অভিযোগ,সুপ্রিম নির্দেশ মেনে এখনও টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি, OMR প্রকাশ করা হয়নি, যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি ২০১৬ সালের বিধি না মেনে ২০২৫ সালের বিধি নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা হবে জানানো হয়েছে। ফলে এটাও সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা বলে অভিযোগ করা হয়েছে।