
কলকাতা: শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদনে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিকাল চারটায় স্কুল সার্ভিস কমিশনের দফতরে গিয়ে দাবিসনদ পেশ করতে পারবেন সুমন বিশ্বাস-সহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল। যদিও মিছিল করার অনুমতি দেয়নি আদালত। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে এসএসসি ভবন অভিযানে বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
সোমবার করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবন যাওয়ার আবেদন জানান চাকরিহারা শিক্ষকদের একাংশ। নেতৃত্বে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। কিন্তু তাতে অনুমতি দেয়নি পুলিশ। অভিযান আটকাতে সকাল থেকেই তৎপর ছিল কলকাতা পুলিশ। বিধাননগর, করুণাময়ী চত্বর থেকে সল্টলেকের বিভিন্ন জায়গায় পুলিশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রিজন ভ্যানও তৈরি রয়েছে। আজ সকালেও করুণাময়ী মেট্রো স্টেশনে সুমন বিশ্বাসকে আটক করে পুলিশ। তা নিয়ে এক প্রস্থ নাটক চলে।
সুমনের সঙ্গী সঞ্জয় বিশ্বাস নামে এক ব্যক্তি ফেসবুকে সেই ঘটনার মুহূর্তে লাইভ করেন। তাঁকে বলতে শোনা যায়, “চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে কোনও প্ররোচনা ছাড়াই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ কেন ধরছে? সুমন তো কোনও কিছুতে প্ররোচনা দেয়নি। বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে রয়েছে। সুমনের নামে কোনও এফআইআর নেই, কেস নেই, তবুও ধরা হচ্ছে।” সুমন পুলিশের ঘেরাটোপ থেকে বেরিয়ে মেট্রো স্টেশনেই লুকিয়ে থাকেন। পরে তাঁকে আবার আটক করে পুলিশ। তিনি বিষয়টি নিয়ে সোচ্চার হন। তাঁকে ফের ছেড়ে দেওয়া হয়।