Calcutta High Court: গ্রুপ ডি প্যানেলে নাম থাকা কতজন চাকরি করছেন? খুঁজে বের করার নির্দেশ হাইকোর্টের

SSC Group D: অভিযোগ উঠেছে, গ্রুপ ডি প্যানেলে যে ১৬৯৮ জনের নামের তালিকা তৈরি হয়েছিল, তাতে অনেকেই বেআইনিভাবে সুপারিশ পেয়েছেন। গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত সেই অভিযোগের মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।

Calcutta High Court: গ্রুপ ডি প্যানেলে নাম থাকা কতজন চাকরি করছেন? খুঁজে বের করার নির্দেশ হাইকোর্টের
বিচারপতি বিশ্বজিৎ বসু

| Edited By: Soumya Saha

Dec 21, 2022 | 12:08 AM

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি (SSC Group D) প্যানেলে নাম থাকা কতজন চাকরি করছেন? রাজ্যকে খুঁজে বের করার নির্দেশ দিল আদালত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ রাজ্যকে এই নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট জেলাগুলির ডিআইদের উপর এই দায়িত্ব দিয়েছেন বিচারপতি। তাঁরাই তালিকা ধরে খুঁজে বের করবেন। অভিযোগ উঠেছে, গ্রুপ ডি প্যানেলে যে ১৬৯৮ জনের নামের তালিকা তৈরি হয়েছিল, তাতে অনেকেই বেআইনিভাবে সুপারিশ পেয়েছেন। সেই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল। গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত সেই অভিযোগের মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সেই মামলার শুনানিতেই এদিন রাজ্যকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এর আগেও নিয়োগ সংক্রান্ত একাধিক অভিযোগের মামলা উঠেছে। সেই সময়েও বেশ কিছু কড়া মন্তব্য ও পর্যবেক্ষণ শোনা গিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত অন্য একটি মামলা উঠেছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে। অভিযোগ ছিল, বয়স ‘ভাঁড়িয়ে’ চাকরির। অর্থাৎ, চাকরির জন্য আবেদনের জন্য ঊর্ধ্বসীমা পেরিয়ে যাওয়ার পরেও কেউ কেউ চাকরির আবেদন করতে পেরেছেন বলে অভিযোগ উঠেছিল। সেই মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়ে বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘এমন লজ্জাজনক দুর্নীতি দেখলে পুরো প্যানেল বাতিল করে দেব।’

এবার গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলাতেও গুরুত্বপূর্ণ এক নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সংশ্লিষ্ট জেলার ডিআইদের নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে, গ্রুপ ডি প্যানেলভুক্ত কতজন চাকরি করছেন। বিচারপতির এই নির্দেশের পর আগামী দিনে ঘটনাপ্রবাহ কোন দিকে এগোয়, আদালতেই বা আগামী দিনে এই মামলার গতিপ্রকৃতি আগামী দিনে কী হয়, সেই দিকেই নজর রাখছেন আইনজীবী মহল।