Calcutta High Court: ছট পুজো হলে রেড রোডে হনুমান জয়ন্তী নয় কেন, প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে, কী বললেন প্রধান বিচারপতি
Calcutta High Court: প্রধান বিচারপতি এদিন স্পষ্ট বলেন, "ধর্মীয় বিষয়টিই এই আবেদনে প্রধান। একক বেঞ্চের বিচারপতির মনে হয়েছে, এটা প্রথম হতে চলেছে। প্রতি বছর হলে বাধা দেওয়া হত না। আমাদেরও তাই মত।"

কলকাতা: রেড রোডে হচ্ছে না হনুমান জয়ন্তীর অনুষ্ঠান। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ে বলা হয়েছিল, হনুমান জয়ন্তীর অনুষ্ঠান রেড রোডে করা যাবে না। সেই রায়কে চ্যালেঞ্জ করে সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চে যান মামলাকারী।
শনিবার রেড রোডে হনুমান জয়ন্তী পালন করার জন্য আবেদন জানানো হয়েছিল। অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে তুলনা টেনে আদালতে অনুমতি চাওয়া হয় এদিন। কিন্তু কোনও যুক্তিই মানতে চাননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ডিভিশন বেঞ্চে মামলা হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
হাইকোর্টের নির্দেশ, রেড রোডে নয়, শহিদ মিনার বা আর আর অ্যাভিনিউয়ের মধ্যে বেছে নিতে হবে জায়গা। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
প্রধান বিচারপতি এদিন স্পষ্ট বলেন, “ধর্মীয় বিষয়টিই এই আবেদনে প্রধান। একক বেঞ্চের বিচারপতির মনে হয়েছে, এটা প্রথম হতে চলেছে। প্রতি বছর হলে বাধা দেওয়া হত না। আমাদেরও তাই মত।” তিনি আরও বলেন, “তিন হাজার লোকের আয়োজন হলেও গোটা দিন ওই রাস্তা ব্লক হয়ে যাবে। আমরা চাই না এটা হোক।”
মামলাকারীর আইনজীবী রাজদীপ মজুমদারের দাবি, যেখানে পুজোর কথা বলা হচ্ছে, সেটা নিউট্রাল লোকেশন। সেখানে কোনও অসুবিধা হবে না। ছট পুজোতেও বাধা দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এই যুক্তি শুনে বিচারপতি বলেন, ছট পুজোয় মানুষ আসেন ফ্লোটিং ভাবে।মামলাকারীর আইনজীবী বলেন, ‘১৫ আগস্ট আর ২৬ জানুয়ারির সময়ও দক্ষতার সঙ্গে যান নিয়ন্ত্রণ করে পুলিশ।’ এ কথা শুনে প্রধান বিচারপতি বলেন, “এই দিনগুলির কথা বলবেন না। স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের কারণেই আমরা আজকে এখানে আছি। আপনি সেলুলার জেলে যান, দেখবেন ৮০ শতাংশ বাঙালির নাম লেখা আছে। আমাদের গর্বিত হওয়া উচিত।”
