Calcutta High Court: মিছিল হবে ক্যামাক স্ট্রিট দিয়েই, ফের ধোপে টিকল না রাজ্যের আর্জি

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Sep 26, 2023 | 1:33 PM

Calcutta High Court: গতকালই রাজ্যের তরফে ক্যামাক স্ট্রিট এলাকা দিয়ে মিছিলে আপত্তি জানানো হয়েছিল। রাজ্যের বক্তব্য ছিল, ওই রুটে অনেকগুলি স্কুল রয়েছে। অভিনব ভারতী, শ্রী শিক্ষায়তন, লা মার্টিনিয়ার-সহ বেশ কয়েকটি স্কুলের কথা আদালতে উল্লেখও করে রাজ্য।

Calcutta High Court: মিছিল হবে ক্যামাক স্ট্রিট দিয়েই, ফের ধোপে টিকল না রাজ্যের আর্জি
কলকাতা হাইকোর্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বুধবার কলকাতায় রাস্তায় গ্রুপ ডি কর্মীদের মিছিল রয়েছে। সেই মিছিলের রুটের একটি অংশ নিয়ে আপত্তি তুলেছিল রাজ্য। হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল। কিন্তু ধোপে টিকল না আর্জি। গ্রুপ ডি কর্মীদের মিছিলের রুটে কোনও পরিবর্তন হচ্ছে না। জানিয়ে দিল হাইকোর্ট। রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীদের মিছিল যাবে ক্যামাক স্ট্রিট হয়েই। তবে বিচারপতি জয় সেনগুপ্ত একইসঙ্গে এও জানিয়ে দিয়েছেন, ওই রুটে মিছিলের জন্য যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা বা দুর্ভোগ না হয়, সেই বিষয়টির দিকেও নজর রাখতে হবে মিছিলের উদ্যোক্তাদের।

প্রসঙ্গত, গতকালই রাজ্যের তরফে ক্যামাক স্ট্রিট এলাকা দিয়ে মিছিলে আপত্তি জানানো হয়েছিল। রাজ্যের বক্তব্য ছিল, ওই রুটে অনেকগুলি স্কুল রয়েছে। অভিনব ভারতী, শ্রী শিক্ষায়তন, লা মার্টিনিয়ার-সহ বেশ কয়েকটি স্কুলের কথা আদালতে উল্লেখও করে রাজ্য। মিছিলের ফলে ওই রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছিল রাজ্য। কিন্তু এদিন বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনাদের বলা কোনও স্কুল ক্যাম্যাক স্ট্রিটে নেই। এটা কোনও বিক্ষোভ সমাবেশ নয়, ওখানে কেউ বসবে না। তাঁরা মিছিল করে চলে যাবেন। তাঁদের মিছিল যাতে যেতে পারে, পুলিশ সেই ব্যবস্থা করবে।’

অর্থাৎ রাজ্যের তরফে যে আপত্তি তোলা হয়েছিল, তাতে সায় নেই হাইকোর্টের। তবে মিছিল যাতে শান্তিপূর্ণভাবে হয়, উদ্যোক্তাদের উদ্দেশে সেই কথাও বলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতির মন্তব্য, মিছিলের জন্য প্রয়োজনীয় পুলিশি বন্দোবস্ত রাখতে হবে এবং প্রয়োজনে চ্যানেল করে মিছিল পাস করাতে হবে।

রাজ্যের তরফে রাস্তায় যানজটের সমস্যার যে সম্ভাবনার কথা বলা হয়েছিল, সেই কথাও ধোপে টেকেনি। অতীতে যে অন্যান্য রাজনৈতিক কর্মসূচিতে আরও বেশি লোকের ভিড় হয়েছে রাস্তায়, সেই কথাও এদিন স্মরণ করিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেই তুলনা টেনে তাঁর মন্তব্য, ‘এখানে মাত্র কয়েক’শো লোক মিছিল করবে।’ বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যকে বলেন, ‘ওই জায়গা দিয়ে যাতে মিছিল দ্রুত যেতে পারে, সেই ব্যবস্থা আপনারা করুন।’

Next Article