Calcutta High Court: নতুন ওবিসি তালিকা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কী বলল ডিভিশন বেঞ্চ?

Calcutta High Court: যেহেতু সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলারও শুনানি হবে আগামী সপ্তাহে। তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও আদালত অবমাননার শুনানি পিছিয়ে গেল। আগামী ৫ অগস্ট দুপুর দুটোয় পরবর্তী শুনানি।

Calcutta High Court: নতুন ওবিসি তালিকা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, কী বলল ডিভিশন বেঞ্চ?
কলকাতা হাইকোর্টImage Credit source: Getty Image (History/Universal Images)

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 24, 2025 | 4:45 PM

কলকাতা: নতুন ওবিসি তালিকার উপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। আর এদিনই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যে ওবিসি-র নতুন তালিকার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল। আগামী ৩১ অগস্ট পর্যন্ত নতুন তালিকার উপর স্থগিতাদেশ বজায় থাকছে বলে জানাল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি তালিকার উপর গত ১৭ জুন স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে এদিন শীর্ষ আদালতে প্রধান বিচারপতির এজলাসে মামলার মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানান রাজ্যের তরফে আইনজীবী কপিব সিব্বল। প্রধান বিচারপতি বিআর গভাই মামলা দায়েরের অনুমতি দেন। আবার নতুন ওসিবি তালিকা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননারও একটি মামলা দায়ের হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানান সিব্বল। আদালত অবমাননার মামলার উপরেও স্থগিতাদেশের আবেদন জানান তিনি। আগামী সোমবার (২৮ জুলাই) রাজ্যের মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট।

যেহেতু সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলারও শুনানি হবে আগামী সপ্তাহে। তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও আদালত অবমাননার শুনানি পিছিয়ে গেল। আগামী ৫ অগস্ট দুপুর দুটোয় পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের ৭৭ টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলা এখনও বিচারাধীন। এরপর রাজ্য নতুন তালিকা ঘোষণা করে। এই নতুন তালিকার উপরেই স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর এদিন সেই স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩১ অগস্ট পর্যন্ত বাড়াল হাইকোর্ট।