
কলকাতা: মেদিনীপুর মহিলা থানায় AIDSO নেত্রী সুশ্রীতা সোরেন-সহ তরুণী আন্দোলনকারীদের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের মামলায় অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল এই তথ্য জানান। তবে কত জনের বিরুদ্ধে FIR বা তারপরে তদন্ত কোন পথে – সেই ব্যাপারে রাজ্য এদিন আদালতে কিছুই স্পষ্ট করেনি।
সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ মামলায় রায়ে স্থগিতাদেশের আবেদনে সাড়া দেয়নি। ছুটির পরে এই মামলা শুনবে আদালত।
এর আগে আইজি মুরলি ধর শর্মার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। সেই কমিটি থানায় অত্যাচারের প্রাথমিক সত্যতা আছে বলে রিপোর্ট দেয়। এরপর অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেয় আদালত। সেই রায় ডিভিশনে চ্যালেঞ্জ করেছিল রাজ্য।
প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডের প্রতিবাদে সামিল হওয়ায় AIDSO-র মহিলা সদস্যের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ ওঠে। মোমের ছ্যাঁকা থেকে শুরু করে চুল ধরে শূন্যে উঁচু করে পায়ের তলায় মার দেওয়ার অভিযোগ ওঠে। ভয়ঙ্কর অভিযোগ করেন এআইডিএসও-র নিগৃহীত চার মহিলা কর্মী সমর্থক। সাংবাদিক বৈঠক করে প্রথমে লকআপে পুলিশের নৃশংস অত্যাচারের অভিযোগ সামনে আনেন তাঁরা। এমনকি নিগৃহীতারা রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘোরার পরও, তাঁকে চিকিৎসা করে কোনও ইনজুরি রিপোর্ট দেয়নি বলেও অভিযোগ তোলেন তাঁরা। আদালতেও সেই বিষয়টি তুলে ধরেন।