Calcutta High Court: হলফনামা জমা দিয়ে হাইকোর্টের সঙ্গে জালিয়াতি! বেনজির নির্দেশ কলকাতা হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 13, 2025 | 4:22 PM

Calcutta High Court: সুতির বাসিন্দা ওই যুবক বিরোধী রাজনৈতিক দলের সমর্থক। আর সে কারণে তাঁকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। থানাকে জানালেও পুলিশ কোনও  পদক্ষেপ করে না, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন আইনের ওই ছাত্র।

Calcutta High Court: হলফনামা জমা দিয়ে হাইকোর্টের সঙ্গে জালিয়াতি! বেনজির নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা:  জাল মেডিক্যাল সার্টিফিকেট দিয়ে হাইকোর্টে হলফনামা দেওয়ার অভিযোগে সুতির বাসিন্দা এক আইনের ছাত্রের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, সুতি থানা এখনই ওই অভিযুক্ত মাসুদ শেখের বিরুদ্ধে FIR করে তাঁকে প্রয়োজনে হেফাজতে নেবে। এই নিয়ে তদন্ত করে ১৩ ফেব্রুয়ারি এই নির্দেশ কার্যকরের রিপোর্ট দিতে হবে আদালতে।

সুতির বাসিন্দা ওই যুবক বিরোধী রাজনৈতিক দলের সমর্থক। আর সে কারণে তাঁকে বিভিন্ন ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। থানাকে জানালেও পুলিশ কোনও  পদক্ষেপ করে না, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন আইনের ওই ছাত্র। মামলা চলার মধ্যেই ১০ ডিসেম্বর আরও একটি ঘটনা ঘটে। আইনের ছাত্র অভিযোগ করেন, সন্ধ্যা  সাড়ে ৭ টা নাগাদ তিনি একটি মিছিল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন হামলা চালায়। তাঁকে সুতি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে দাবি।

তারপরে হাইকোর্টের নির্দেশে পুলিশ তাঁকে নিরাপত্তা দেয়। এদিন রাজ্য রিপোর্ট দিয়ে জানায়, ব্লক স্বাস্থ্য আধিকারিকের রিপোর্ট অনুযায়ী, ওই মেডিক্যাল রিপোর্ট জাল। সেই রিপোর্টে অন্য একজনের সই করা রয়েছে। এরপরেই আদালত অভিযুক্তকে হেফাজতে নেওয়ায় নির্দেশ দেয়।

Next Article