Calcutta High Court on Circus: পার্ক-সার্কাস ময়দানেই হবে সার্কাস, নির্দেশ দিল হাইকোর্ট

Park Circus: গত ১ ডিসেম্বর পার্ক-সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছিল কলকাতা পুরসভা। এর আগে ২০১৪ সালে শেষবার সার্কাস হয়েছিল। যেহেতু সেই সময় মা ও এজেসি বোস উড়ালপুলের কাজ চলছিল সেই কারণে কয়েক বছর বন্ধ ছিল সার্কাস।

Calcutta High Court on Circus: পার্ক-সার্কাস ময়দানেই হবে সার্কাস, নির্দেশ দিল হাইকোর্ট
পার্ক-সার্কাস ময়দানেই হবে সার্কাসImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 17, 2025 | 1:21 PM

কলকাতা: দূষণ হবে, তাই পার্ক-সার্কাস ময়দানে সার্কাস বন্ধ করা হোক। এই অভিযোগ জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। তবে বুধবার কোর্ট স্পষ্ট জানায়,পার্ক সার্কাস ময়দানে সার্কাসে বাধা নেই। এই মামলায় কোনও অন্তর্বতী স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট।

এ দিন এজলাসে বিচারপতি পার্থ সারথি সেনের মন্তব্য, সার্কাসের দর্শক সংখ্যায় অনেকটাই কম। তাই ফুটফল সামন্য। আর সার্কাস হয় ঘেরা এলাকায়। সেই কারণে দূষণের মাত্রা কম। উপযুক্ত সব অনুমতি মিলেছে,তাই আপত্তি নয়। মন্তব্য করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের।

মামলার ব্যাকগ্রাউন্ড

গত ১ ডিসেম্বর পার্ক-সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছিল কলকাতা পুরসভা। এর আগে ২০১৪ সালে শেষবার সার্কাস হয়েছিল। যেহেতু সেই সময় মা ও এজেসি বোস উড়ালপুলের কাজ চলছিল সেই কারণে কয়েক বছর বন্ধ ছিল সার্কাস।

তবে কলকাতা পুরসভা ফের সার্কাসের অনুমতি দিতেই জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর যুক্তি, ২০০৮ সালে এই মামলার রায়ে হাইকোর্ট দূষণের যুক্তিতে মান্যতা দেওয়ায় বইমেলা সরে যায়। সেই সময় কোর্ট বলেছিল, কোনও রকম দূষণ পর্ষদের বিধি না মেনেই পুরসভা অনুমতি দিয়েছে। এবার সেই মাঠেই সার্কাস করার জন্য এক সংস্থাকে অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা।