
কলকাতা: বহরমপুরের কলেজছাত্রী সুতপা চৌধুরীর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত সুশান্ত চৌধুরীর ফাঁসির সাজা রদ করল কলকাতা হাইকোর্ট। ফাঁসির বদলে দোষীকে চল্লিশ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
২০২২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে হাড়হিম হত্যাকাণ্ডের সাক্ষী থাকে গোটা রাজ্য। একটি মেসের সামনে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে ছুরি মেরে খুন করে তাঁর প্রেমিক সুশান্ত চৌধুরী। ৪২ বার ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে। শুধু তাই নয়, আশপাশের লোকজন যাতে বাধা দিতে না পারে সেই কারণ খেলনা বন্দুক দিয়ে ভয় দেখায়। মৃত সুতপার পরিবারের দাবি করেছিলেন, মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরই সুশান্ত তাঁকে মানসিক নির্যাতন করত। তারপরই নৃশংসভাবে খুন করা হয় সুতপাকে।
এরপর এই ঘটনায় সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বহরমপুর আদালত সুশান্তকে ফাঁসির সাজা শোনায়। কিন্তু আদালতের রায়ের পর নিজেকে নির্দোষ বলে দাবি করে খুনি। এরপর বহরমপুর আদালতের ফাঁসির সাজার রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সুশান্ত। বুধবার বিচারপতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ফাঁসির সাজা রদ করে। গ্রেফতারির দিন থেকে চল্লিশ বছর পর্যন্ত জেলবন্দি থাকতে হবে তাকে। এমনটাই নির্দেশ দিয়েছে কোর্ট।