Calcutta High Court: ‘শুভেন্দু যেখানে থাকেন সেখানেই অশান্তি ছড়ান’, কোর্টে বললেন কল্যাণ

বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চের পর্যবেক্ষণ, রেড রোড কার্নিভালের দিনই হবে ওই মিছিল। কার্নিভালের জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে এটা অস্বীকার করা যায় না। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে, বারোজনের দুর্ভাগ্যজনক। তাই তাঁদের কথা মাথায় রেখে পুলিশকে এই মিছিলের অনুমতি দিতে হবে।

Calcutta High Court: শুভেন্দু যেখানে থাকেন সেখানেই অশান্তি ছড়ান, কোর্টে বললেন কল্যাণ
কী বললেন কল্যাণ?Image Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 03, 2025 | 5:30 PM

কলকাতা: কলকাতায় তড়িতদাহত হয়ে একের পর এক মৃত্যু। সেই ঘটনায় প্রতিবাদ মিছিল করতে চেয়ে মামলা দায়ের হয় কলকতা হাইকোর্টে (Calcutta high court)। তবে যেদিন মিছিল করতে চাইছে মামলাকারী সংগঠন সেই দিনই রয়েছে কার্নিভাল। তাই নিয়েই হয় বিতর্ক। তবে শর্ত সাপেক্ষে ‘খোলা হাওয়া’ নামে মামলাকারী সংগঠনকে প্রতিবাদ মিছিল করার অনুমতি দিল কোর্ট।

বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চের পর্যবেক্ষণ, রেড রোড কার্নিভালের দিনই হবে ওই মিছিল। কার্নিভালের জন্য প্রচুর পুলিশ মোতায়েন থাকবে এটা অস্বীকার করা যায় না। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক যে, বারোজনের দুর্ভাগ্যজনক। তাই তাঁদের কথা মাথায় রেখে পুলিশকে এই মিছিলের অনুমতি দিতে হবে।

এ দিন, মামলাকারীর আইনজীবীর হাইকোর্টে সওয়াল করেন, রবিবার ২টো থেকে ৫টা মিছিল হবে। একই দিনে দুর্গা পুজোর কার্নিভাল আছে। তাই আপাতত অনুমতি দেওয়া যাবে না, জানায় পুলিশ। ৫ হাজার জন সদস্য অংশগ্রহণ করতে চায়। মামলাকারীর আইনজীবীর দাবি, গতবছর রানি রাসমনীতে চিকিৎসকদের ‘দ্রহে কার্নিভালের’ অনুমতি মিলেছিল। সে সময় ১৪৪ ধারাও খারিজ হয়ে গিয়েছিল।

বিচারপতি বিশ্বরূপ চৌধুরী: কলেজস্কোয়ার, মহম্মদ আলি এদের প্রতিমা ওই দিনেই যদি বিসর্জন যায় তাহলে সমস্যা হবে।

রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়: এই সংগঠন রাজনৈতিক। সদস্যরা বিজেপির। শুভেন্দু যেখানে থাকেন সেখানেই অশান্তি ছড়ায়। হুলিগনসরা আছেন এখানে। নবান্ন অভিযানে শুভেন্দু, শঙ্খু সবচেয়ে বেশি সমস্যা বাঁধান। কেন ৫ অক্টোবর করতে হবে? কারণ কার্নিভাল রয়েছে? অন্যদিন হলে আপত্তি নেই। উত্তর কলকাতা থেকে বিসর্জনের জন্য প্রচুর প্রতিমা আনা হবে।

বিচারপতি বিশ্বরূপ চৌধুরী: এই ট্র‍্যাজিক দুর্ঘটনা তো অনেক দিন আগে হয়নি। সাধারণত ওয়ার্কিং দিনে মিছিল হয় না। তাই সংগঠন রবিবার করতে চেয়েছেন।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়: আরজি কর রাজনৈতিক দলের ছিল না। সব পুলিশ রেড রোডে থাকবে। কিছু হলে কে দায়িত্ব নেবে?

যদিও, পরে সংশ্লিষ্ট সংগঠনকে মিছিলের অনুমতি দেয় কোর্ট। আদালতের নির্দেশ মিছিল হবে দুপুর ২টো থেকে ৫টা পর্যন্ত। সম্প্রতি কলকাতা ব্যাপক বৃষ্টি হয়। শেষ কবে এই দুর্যোগ শহরবাসী দেখেছিল তা মনে করতে পারা যায় না। ঘটনার দিনই একের পর এক মানুষের মৃত্যু হয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।