HC: শাসকদল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিশকে জানায়? বিজেপির সভার অনুমতি মামলায় প্রশ্ন হাইকোর্টের

Purba Medinipur: এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের কাছে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, 'শাসকদল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিশকে জানায়? সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে?'

HC: শাসকদল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিশকে জানায়? বিজেপির সভার অনুমতি মামলায় প্রশ্ন হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 12:29 PM

কলকাতা: খেজুরিতে বিজেপির সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২ ডিসেম্বর খেজুরিতে বিজেপির সভা। সেখানে প্রধান বক্তা হিসাবে থাকবেন শুভেন্দু অধিকারী। তবে এই সভা নিয়ে প্রথম থেকেই প্রশাসনিক জটিলতা তৈরি হয়। ২ ডিসেম্বর সভা করার জন্য অনেক আগেই আবেদন করা হয়। কিন্তু পুলিশ অনুমতি দেওয়া বা আবেদন খারিজ কোনও কিছুই জানাচ্ছে না বলে মামলা দায়ের হয়। শুক্রবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।

এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের কাছে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, ‘শাসকদল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিশকে জানায়? সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে?’

রাজ্যের তরফে সভামঞ্চের আয়তন জানতে চাওয়ার অভিযোগ ওঠে। এদিন বিচারপতি প্রশ্ন করেন, ‘মঞ্চের আয়তন জানতে চাইছেন কেন? শেষবার যখন শাসকদল সভা করেছিল, তখন মঞ্চের আয়তন জানতে চেয়েছিলেন?’ তবে বিজেপির সভার অনুমতি দিলেও হাইকোর্ট জানিয়েছে, শব্দবিধি মেনে শান্তিপূর্ণ সভা করতে হবে। কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না।